April 27, 2025

দিঘার সমুদ্রে সহজেই ধরা দিল ৩ কেজি ওজনের রুপোলী ইলিশ

0
Advertisements

HnExpress ১৯শে ডিসেম্বর, জয় গুহ, মেদিনীপুর ঃ যেখানে এক থেকে দেড় কেজি ওজনের একটা রুপোলী রত্ন পেলেই বড় ইলিশ কেনা হয়েছে বলে সুখের সাগরে ভাসতে থাকেন ভোজন রসিক বাঙালিরা। আর বলতে গেলে সেখানে জেলেদের জালে খুব সহজেই ধরা দিল প্রায় ৩ কেজি ওজনের রুপোলী ইলিশ। এতো বড় ইলিশ বাজারে তুলতেই ক্রেতাদের ভিড় জমে ক্ষীর। শুধু কিনতেই নয় দেখতেও ভিড় করেছেন অনেকেই।

ভাবনটা এমন যেন, কিনতে না পারি একবার দেখে তো চোখ সার্থক করি। সেই ইলিশের সঙ্গে সেলফি তোলার ধুম তো পড়বেই সেটা বলাই বাহুল্য। আর সেই ছবি যথারীতি ভাইরাল পোস্ট হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। প্রমাণাকার নামের এক জেলের জালে ধরা পড়ে মাছটি। তিনি দিঘা মোহনার মৎস্য নিলাম কেন্দ্রে নিয়ে আসেন মাছটিকে। নিয়ে যান অজিত হাজরার মৎস্য আড়তখানায়। এরপরই দিঘা বাজারে হইচই পড়ে যায়। আসলে এতো বড় মাছ কদাচিৎ দেখা মেলে সেখানে।

এরপর ক্রেতা এবং বিক্রেতার মধ্যে শুরু হয় হুড়োহুড়ি আর দর কষাকষি। শেষ পর্যন্ত ১০ হাজার টাকায় মাছটিকে কিনে নেন কলকাতার এসডিআর নামের একটি প্রাইভেট কোম্পানি। আড়ৎকর্মী সুদীপ হাজরা বললেন, প্রায় গত দু’বছরের মধ্যে দিঘা মোহনায় এটিই সবচেয়ে বড় আকৃতির ইলিশ।

এর আগে দুই বছর পূর্বে একই সাইজের ইলিশ পাওয়া গিয়েছিল। তবে এতো বড় আকারের ইলিশ মাছের তেমন দেখা মেলে না। তাই সেলফি তোলার ধুম পড়ে যায়। অন্যদিকে ১৬ই ডিসেম্বর তিন কেজি ওজনের রুপোলী ইলিশ দেখা গেছে ভারতের উড়িষ্যার মোহনার মৎস্য নিলাম কেন্দ্রেও।

Advertisements

Leave a Reply