March 21, 2025

সকাল সকাল ভয়ংকর কান্ড মৈপীঠে, বনকর্মীর মাথা কামড়ে ধরলো রয়্যাল বেঙ্গল টাইগার

0
Advertisements

HnExpress নিজস্ব প্রতিনিধি, সুন্দরবন মৈপীঠ : সকাল সকাল সে এক ভয়ংকর কান্ড মৈপীঠে! বনকর্মীর মাথা কামড়ে ধরল রয়্যাল বেঙ্গল (Royal Bengal Tiger)! বাঘ বন্দি করতে গিয়ে বাঘের মুখেই স্বয়ং বনকর্মী। কিছুক্ষণ ধরে চলল বাঘে-মানুষে জান হাতে নিয়ে লড়াই! আজ ঘটনাটি ঘটেছে সুন্দরবনের কুলতলীর মৈপীঠে (Moipith)। রবিবার রাতে নগেনাবাদ এলাকায় নদী পেরিয়ে জঙ্গল থেকে একটি বাঘ লোকালয়ে চলে আসে৷

এলাকায় বাঘের উপস্থিতির খবর পেয়ে বাঘ তাড়াতে রাতেই ঘটনাস্থলে পৌঁছান বনকর্মীরা (Forest Guard)। এরপর এদিন সকালে বাঘ তাড়ানোর জন্য নেট লাগানোর সময় এক বনকর্মী বাঘের আক্রমণের মুখে পড়ে যায়। নেট দিয়ে যখন এলাকা ঘেরার কাজ চলছিল, তখনই বনকর্মীর উপর ঝাঁপিয়ে পড়ে ওই বনকর্মীর মাথা কামড়ে ধরে বাঘটি৷ সঙ্গে সঙ্গে লাঠিসোটা নিয়ে পাল্টা বাঘটিকে আক্রমণ করেন সাথে থাকা অন্যান্য বনকর্মীরা৷

কোনওরকমে গুরুতর জখম অবস্থায় বাঘের মুখ থেকে উদ্ধার করা হয় ওই বনকর্মীকে৷ তাঁকে চিকিৎসার জন্য প্রথমে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়৷ পরে সেখান থেকে তাঁকে এসএসকেএম (SSKM)-এ নিয়ে আসা হয়। ওদিকে বাঘ এখনও ওই এলাকাতেই আছে। এ পর্যন্ত পাওয়া আপডেট, এখনো খাঁচাবন্দী করা যায়নি বাঘটিকে।

ফলে এলাকাবাসীর মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়েছে৷ ঘটনাস্থলে উপস্থিত রয়েছে মৈপীঠ কোস্টাল থানার (Coastal Thana) পুলিস৷ এলাকা ঘিরে রেখেছে বন দফতরের কর্মীরা৷ খোঁজ চলছে বাঘের, সাথে প্রস্তুত রয়েছে ঘুমপাড়ানির ওষুধ ট্রাঙ্গুলাইজার। মাইকিং করে এলাকাবাসীকে সতর্ক করা হচ্ছে, তারা যেন বিশেষ প্রয়োজন ছাড়া বাইরে না বের হয়। মানুষের রক্তের স্বাদ পাওয়ায় দক্ষিণারায় আরও বেশি ক্ষিপ্ত।

Advertisements

Leave a Reply