October 11, 2024

এয়ার অ্যাম্বুলেন্স করে ঋষভকে স্থানান্তরিত করা হচ্ছে মুম্বাই হাসপাতালে

0
Advertisements


HnExpress ওয়েবডেক্স নিউজ, মুম্বাই ঃ এয়ার অ্যাম্বুল্যান্স করে গ্রিন করিডোরে পাঁচ কিলোমিটার রাস্তা পেরিয়ে ঋষভ পন্থকে আনা হচ্ছে মুম্বাইয়ের হাসপাতালে। আজ দেরাদুনের হাসপাতাল থেকে মুম্বাইয়ের হাসপাতালে নিয়ে আসা হচ্ছে ঋষভ পন্থকে। এয়ার অ্যাম্বুল্যান্স মুম্বই বিমানবন্দের নামার পর দ্রুত তাঁকে নিয়ে যেতে হবে কোকিলাবেন ধীরুভাই অম্বানি হাসপাতাল অ্যান্ড মেডিক্যাল রিসার্চ ইন্সস্টিটিউটে।



আরও উন্নত চিকিৎসার জন্য দেরাদুন থেকে এয়ার অ্যাম্বুল্যান্সে করে মুম্বই নিয়ে যাওয়া হচ্ছে ঋষভকে। বিমানবন্দর থেকে উইকেটরক্ষক-ব্যাটারকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য বিশেষ ব্যবস্থা করা হয়েছে। ভারতীয় ক্রিকেট বোর্ডের অনুরোধে ব্যবস্থা করেছেন মহারাষ্ট্র প্রশাসন। মুম্বইয়ে অতিরিক্ত জ্যাম নিয়ে উদ্বেগে ছিলেন ভারতীয় ক্রিকেট বোর্ডের কর্তারা। মুম্বই পুলিশের সঙ্গে যোগাযোগ করেন তাঁরা।



কিন্তু বিমানবন্দর থেকে হাসপাতালের পাঁচ কিলোমিটার রাস্তায় যাতে কোনও সমস্যা না হয়, তা নিশ্চিত করা হয়েছে মুম্বই পুলিশের পক্ষ থেকে। করা হচ্ছে ‘গ্রিন করিডর’। অর্থাৎ পথে এক সেকেন্ডও দাঁড়াতে হবে না পন্থের অ্যাম্বুল্যান্সকে। কয়েক মিনিটের মধ্যে হাসপাতালে পৌঁছে যাবেন পন্থ। এয়ার অ্যাম্বুল্যান্স অবতরণ করার আগে থেকেই বিমানবন্দরের নির্দিষ্ট জায়গায় অপেক্ষা করবে সেই বেসরকারি হাসপাতালের অ্যাম্বুল্যান্স।

Advertisements

Leave a Reply