সতীর্থ খেলোয়াড়দের কাঁধে চেপে ইডেন ছাড়লেন ঋদ্ধিমান

Advertisements
HnExpress নিজস্ব প্রতিবেদন, কলকাতা ঃ সতীর্থ খেলোয়াড়দের কাঁধে চেপেই ইডেন গার্ডেন (Eden Garden) ছাড়লেন ঋদ্ধিমান। শনিবার ইডেন উদ্যানে ক্রিকেট জীবনের শেষ ম্যাচ খেললেন ঋদ্ধিমান সাহা। রনজি ট্রফি ম্যাচে বাংলার হয়ে পাঞ্জাবকে (Punjab) হারিয়ে দেয় মাত্র ১৩ রানে। বাংলার এই জয় উৎসর্গ করা হয় ঋদ্ধিমানকে। খেলার শেষে এদিন নিজের সতীর্থ খেলোয়াড়দের কাঁধে চেপেই মাঠ ছাড়েন ঋদ্ধিমান সাহা।
Advertisements