বলিউড থেকে ফের রানাঘাটের রেল স্টেশন, অভাবে দিন কাটছে রানু মন্ডলের
HnExpress ২৭শে সেপ্টেম্বর, সুদীপ ঘোষ, রানাঘাট ঃ এক সহৃদয় ব্যাক্তির অনুগ্রহে রাতারাতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে ছিলেন রানাঘাটের রানু মন্ডল। “এক প্যায়ার কা নাগমা হ্যায়, মৌজো কি রওয়ানি হ্যায়” গানটি গেয়ে ভাইরাল হতেই রানাঘাটের লতাকন্ঠীর তকমা পেয়ে গিয়ে ছিলেন সেই প্রৌঢ়া। কয়েক লহমায় যেন বদলে গিয়েছিল তাঁর জীবন। রানাঘাট স্টেশন থেকে বলিউডের খ্যাতির মুখ পর্যন্ত দেখে নিয়েছিলেন তিনি। কিন্তু করোনা মোকাবিলায় লকডাউন জেরে বলিউড থেকে ফের রানাঘাটের রেল স্টেশনে, অভাবে দিন কাটছে রানু মন্ডলের।
প্রসঙ্গত, গত বছর পুজোয় পাড়ায় পাড়ায় মণ্ডপে বেঁধেছিল রানু মন্ডলের গান। বলিউড সঙ্গীত পরিচালক হিমেশ রেশমিয়া তাঁকে দিয়ে নিজের ছবিতে কয়েকটি গানও গাইয়ে ছিলেন। সংবাদ মাধ্যমের প্রথম পাতায় উঠে আসছিল রানু মন্ডলের নাম। কিন্তু ভাগ্যের চাকা ঘুরে যেতে সময় লাগে না। রাতারাতি খ্যাতির মুখ দেখে নিলেও, তা হারিয়ে ফেলতেও বেশি সময় লাগেনি রানু মন্ডলেরও। ২০১৯ এর নভেম্বরে হিমেশ রেশমিয়ার সুরে গান গেয়েছিলেন রানু মন্ডল। সেই গানটিও ভাইরাল হয়েছিল মুহূর্তে।
কিন্তু তারপর থেকে বলিউডে আর কোনও ছবিতে তাঁকে গান গাইতে শোনা যায়নি। বরং খ্যাতি পাওয়ার পর থেকে একের পর এক বিতর্কে জড়িয়ে পড়েছিলেন রানাঘাটের লতাকন্ঠী। জানা যায়, একসময় নিজের পুরনো বাড়ি ছেড়ে নতুন বাড়িতেও গিয়েছিলেন রানু। কিন্তু করোনা প্যানডেমিক এর মধ্যে সেই নতুন বাড়ি ছেড়ে দিয়ে ফের পুরনো আস্তানায় ফিরতে হয় রানুকে। ফের অভাবের দিন শুরু হয় সেই রানাঘাটের রানু মন্ডলের। জানা যায় বলিউডে আর কোনও কাজও পাননি তিনি।
মহামারীর কারণে হাতে অন্য কোনও কাজও নেই তাঁর। আর তাই আর্থিক অভাব আবার ঘিরে ধরেছে রানু মন্ডলকে। তবে শুধু মহামারীর জন্য নয়। খ্যাতির চূড়ায় থেকে ফের মাটিতে পড়ে যাওয়ার কারণ হিসেবে যোগ্যতা অনুযায়ী তাঁর অনেক বেশি সেলেব্রিটি সুলভ আচরণকে দায়ী করছেন অনেকেই। হিমেশ রেশামিয়ার সুরে গান রিলিজ হওয়ার পরে, একটি ইভেন্টে রানু মন্ডলের সঙ্গে তাঁর এক ভক্ত সেলফি তুলতে চান। সেই ভক্ত রানু মণ্ডলকে স্পর্শ করে ডেকে ছিলেন।
আর তাতেই বেজায় চটে যান, রানাঘাট স্টেশনের লতা কণ্ঠী। সঙ্গে সঙ্গে বিরক্ত হয়ে হিন্দিতে উত্তর দেন, “ইয়ে ক্যায়া হো রহা হ্যায়”! এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। রানু মন্ডলের এমন উদ্ধত আচরণ মেনে নিতে পারেননি তাঁরই গুণমুগ্ধ ভক্তরা। এরকম বেশ কয়েকটি ঘটনা ঘটার পর থেকেই ভক্তদের কাছে তাঁর ভাবমূর্তি বদলে যেতে শুরু করে। খ্যাতির চূড়ায় থেকে সোজা সেই পুরাতন স্টেশন চত্বরে নামিয়ে আনতে শুরু করেন তাঁরই ভক্ত গণ। আর তাই এখন বেশ অভাবেই দিন কাটছে রানু মন্ডলের।
কিন্তু সুত্রের খবর, এই প্যান্ডেমিক পরিস্থিতিতে লকডাউনের মধ্যেই নিজের প্রতিবেশীদের পাশে দাঁড়িয়েছিলেন রানু। নিজের এলাকায় যে সমস্ত অভাবী মানুষ রয়েছেন তাদেরকে মহামারীর সময় বিভিন্ন জিনিস দিয়ে সাহায্য করেছিলেন তিনি। এই নিয়ে একটি ভিডিও ভাইরাল হয়ে ছিল। যেখানে দেখা যাচ্ছিল যে রানু তার এলাকার অভাবী মানুষের হাতে চাল, ডাল সহ প্রয়োজনীয় সামগ্রী তুলে দিচ্ছেন। কিন্তু এখন তিনি নিজেই খুব অভাব এর মধ্যে দিয়ে দিন কাটাচ্ছেন বলে জানা গেছে।