উদ্ধার হলো তৃণমূল কংগ্রেস নেতার ঝুলন্ত মৃতদেহ
HnExpress বাবু মন্ডল, মুর্শিদাবাদ, ডোমকল ঃ শনিবার সকালে মুর্শিদাবাদের ডোমকলে তৃনমুল কংগ্রেস নেতার ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। মৃতের নাম নিধুভুষন মন্ডল(৪৭)। তার বাড়ি মুর্সিদাবাদ জেলার অন্তর্গত ধুলাউড়ি অঞ্চলের তুলসীপুর গ্রামে। তিনি ডোমকল পঞ্চায়েত সমিতির প্রাক্তন খাদ্য কর্মাধ্যক্ষ তথা ধুলাউড়ি অঞ্চলের তৃনমুল কংগ্রেসের প্রাক্তন অঞ্চল সভাপতি ছিলেন।
শুক্রবার রাত থেকেই তিনি নিখোঁজ ছিলেন বলে পরিবার সুত্রে জানিয়েছেন। এরপরই শনিবার সকালে বাড়ি থেকে কিছুটা দূরে একটি লিচু বাগানে তার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়। তার দেহের গোপনাঙ্গে আঘাতের চিহ্ন ও রক্তাক্ত অবস্থায় দেখা যায়। আর তাই দেখেই খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে বলে অনুমান করছেন পরিবার সহ স্থানীয়রা। পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।
যেকোনো রকমের খবর ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন।
খবর পেয়ে সাথে সাথেই ঘটনাস্থলে পৌছায় পুলিশ বাহিনী। খুন নাকি আত্মহত্যা, তাই নিয়ে তদন্ত শুরু করে দিয়েছে পুলিশ। তবে এই ব্যাপারে পরিবারের লোকজনদের মতামত বা অনুমান এটাই যে, এটি একটি রহস্য জনক খুনই বটে। এদিন নিধুভূষণ মন্ডলের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ।
তবে এটি একটি ঠান্ডা মাথার পরিকল্পিত খুন, নাকি নিছকই পারিবারিক বিবাদের জেরেই আত্মহত্যার ঘটনা, তা নিয়ে যথেষ্ট ধন্দে রয়েছে পুলিশ। তবে ময়নাতদন্তের উপর রিপোর্টের উপর অনেকটাই নির্ভর করছে এই কেসের রহস্যের জাল উন্মোচন বা সমাধান!