বিয়ের প্রস্তাবে প্রত্যাখ্যাত হয়ে নাবাকিলার গলায় ছুরিকাঘাত বিবাহিত পৌঢ়ের
HnExpress নিজস্ব প্রতিবেদন, পিংলা ঃ বারংবার প্রেম ও বিয়ের প্রস্তাবে প্রত্যাখ্যাত হওয়ায় এক নাবালিকার গলায় ছুরি চালিয়ে খুনের চেষ্টা বিবাহিত এক পৌঢ়ের (৪২)। গুরুতর আহত অবস্থায় স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় সেই নাবালিকাকে প্রথমে পিংলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু প্রাথমিক চিকিৎসার পর নাবালিকার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতাল এর ই-এন-টি বিভাগে ভর্তি করা হয়েছে। চলছে যথাযথ চিকিৎসা প্রক্রিয়া।
গলার পাশাপাশি তাঁর হাতে ও পায়েও সামান্য চোট রয়েছে বলে হাসপাতাল সুত্রে জানা যাচ্ছে। সুত্রের খবরে জানা গিয়েছে, বুধবার রাতে ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার অন্তর্গত পিংলা থানার ৬ নম্বর ক্ষীরাই অঞ্চলের জোড়াবাঁধ এলাকায়। আহত তরুণীর নাম আসমা খাতুন (১৬)। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। এদিকে এই কুকর্মের পর থেকেই পলাতক অভিযুক্ত মুস্তাফা খাঁন (৪২)।
তবে ইতিমধ্যেই এই ঘটনায় জড়িত বাকি ৪ অভিযুক্তকে আটক করেছে পুলিশ। অন্যদিকে অবিলম্বে মূল অভিযুক্ত মুস্তাফা খানকে গ্রেফতার এর দাবিতে স্থানীয় বাসিন্দারা আজ সকাল থেকে রাস্তা অবরোধ করে দফায় দফায় বিক্ষোভ দেখান। প্রসঙ্গত উল্লেখ্য, বলিস্বরপুর এলাকার বাসিন্দা মুস্তাফা খাঁন (৪২) বিবাহিত হয়েও দীর্ঘদিন ধরেই নাবালিকা আসমা খাতুনকে নানা ভাবে উত্ত্যক্ত করত। এমনকি ১৬ বছরের ওই নাবালিকাকে বার বার বিয়ের প্রস্তাবও দেয় সে।
কিন্তু সেই প্রস্তাবে কোনওভাবেই রাজি হয়নি আসমা খাতুন। আর তারপরই আক্রোশের বশে এই হামলা বলে অভিযোগ নিগৃহীতার পরিবারের। স্থানীয় সুত্রে জানা গেছে যে, জোড়াবাঁধ এলাকার বাসিন্দা শেখ আনসার আলির মেয়ে আসমা খাতুনদের বাড়ির কাছেই সম্প্রতি একটি সার্কাস বসে। বুধবার রাতে আসমা একাই যায় সেই সার্কাস দেখতে। অভিযোগ, সার্কাস দেখে বাড়ি ফেরার পথেই তার উপর চড়াও হয় অভিযুক্ত মুস্তাফা খাঁন।
অকস্মাৎ নাবালিকা আসমা খাতুনের পথ আটকে প্রথমে তার চোখে লঙ্কার গুঁড়ো ছিটিয়ে দেওয়া হয়। তারপরই গলায় ছুরি চালিয়ে খুনের চেষ্টা করে অভিযুক্ত। হামলার পরই রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে আসমা। পুলিস সূত্রে জানা গিয়েছে, বারংবার বিয়ের প্রস্তাবে প্রত্যাখ্যাত হয়েই রাগের বশে ওই নাবালিকার গলায় ছুরি চালায় অভিযুক্ত বছর বিয়াল্লিশের মুস্তাফা। নাবালিকার পরিবারের অভিযোগের ভিত্তিতে পলাতক অভিযুক্তের খোঁজে তল্লাশি চালাচ্ছে পিংলা থানার পুলিস।