উপপ্রধানের পরিত্যক্ত ঘরে বসত মধুচক্রের আসর, বিশদে জানতে হলে লিংকে ক্লিক করুন
HnExpress শুভাদিত্য ঘোষ দস্তিদার, বালুরঘাট ঃ শাসকদলের উপপ্রধানের পরিত্যক্ত ঘরকে কেন্দ্র করে এক চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে মধুচক্রের আসর চালানো হচ্ছে বলে। স্থানীয় পুলিশ আচমকা হানা দিয়ে দুই যুবক সহ এক মহিলাকে হাতেনাতে গ্ৰেপ্তার করে। ঘটনাটি ঘটেছে কুশমণ্ডি থানার অন্তর্গত খাগড়াকুড়ি এলাকায়। ধৃতদের মধ্যে এক যুবক রবিউল ইসলাম, পেশায় সিভিক ভলান্টিয়ার। অপর জন মহম্মদ আজিজ ওরফে বাচ্চু, যে কিনা এলাকায় তৃণমূল কর্মী হিসেবেই পরিচিত।
এলাকাবাসীদের বক্তব্য অনুযায়ী, এই পরিত্যক্ত ঘরটিতে বহুদিন ধরেই মধুচক্রের আসর বসতো নিয়মিত, আর সেই বাড়ির মালিক হলেন স্থানীয় পঞ্চায়েতের উপপ্রধান তৃণমূলের ওমপ্রকাশ ঝাঁ। এলাকাবাসীদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই খাগড়াকুড়ি গ্ৰামের ওই ঘরে নানা ধরনের অসামাজিক কার্যকলাপ চলছে। মদ-জুয়ার পাশাপাশি দেহ ব্যবসায়ও চালানো হোত বলে জানা গেছে।
স্থানীয় সুত্রের খবর, মঙ্গলবার রাত প্রায় ১০টা নাগাদ তৃণমূল নেতার পরিত্যক্ত সেই ঘরে অভিযুক্তরা পিকনিকের নাম করে মধুচক্রের আসরে সামিল হয়। এদিন আর চুপ করে থাকতে না পেরে এলাকার স্থানীয় বাসিন্দারাই সে রাতে পুলিশকে খবর দেন। তবে স্থানীয় তৃণমূল কর্মী মহম্মদ আজিজ সেদিন সেই আসরে উপস্থিত থাকা সত্ত্বেও মধুচক্রের কথা বেমালুম অস্বীকার করেন।
যদিও ঘটনার পর থেকেই বন্ধ ওমপ্রকাশ ঝাঁ এর ফোন। ফলত তারও কোনো প্রতিক্রিয়া জানার উপায় নেই। তবে দক্ষিণ দিনাজপুর এর তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি অম্বরিশ বাবু এদিন বিবৃতিতে বলেন, এই ঘটনার অভিযুক্তদের কারও সাথেই তৃণমূলের কোন সম্পর্ক বা যোগাযোগ নেই। ঘটনার তদন্ত চলছে, প্রকৃত দোষীরা ধরা পড়ুক এটাই কাম্য আইনের কাছে।
এদিন সেই পরিত্যক্ত ঘর থেকে হাতেনাতে ধরে পুলিশ তারা হলো রবিউল ইসলাম (২৮) এবং মহঃ আজিজ (২৬)। কুশমন্ডি থানার ভারপ্রাপ্ত অফিসার মানবেন্দ্র সাহা জানালেন যে, মঙ্গল বার রাতে এলাকাবাসীর কাছ থেকে খবর আসে খাগড়াকুড়ি এলাকার একটি পরিত্যক্ত বাড়িতে মদ, জুয়া, সাট্টার পাশাপাশি ঘরের ভিতর চলছে দেহব্যবসার আসর।
আর খবর পাওয়ার সাথে সাথেই আমরা সেখানে ফোর্স সহ অভিযান চালাই এবং সেখান থেকে বিশেষ আপত্তিজনক অবস্থায় দুইজন পুরুষ ও এক মহিলাকে গ্রেফতার করা হয়। তবে বাড়িটির প্রকৃত মালিক কে তদন্ত সহকারে খতিয়ে দেখা হচ্ছে।