December 14, 2024

এক নজরে, কলকাতার বাজারে সব্জি আর মাছ-মাংসের দর দাম

0
Img 20190702 Wa0042.jpg
Advertisements

HnExpress নিজস্ব প্রতিনিধি ঃ কলকাতার বাজারে এবার বেশ অনেকটাই কমে এল সব্জি ও  মাছের দাম। মাংসের দামও কিছুটা কমেছে বটে। আসুন এক নজরে দেখে নেওয়া যাক আজকের বাজার দর।

যেকোনো রকম বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন।      

চন্দ্রমুখী আলু – ১৮ থেকে ২০ টাকা প্রতি কিলো।
পেঁয়াজ – ৪০ টাকা কিলো।

রসুন – ৭০ টাকা প্রতি কিলো।

লঙ্কা – ১০০ টাকা প্রতিকিলো।
বেগুন – ৪০ টাকা প্রতি কিল।

তেলাপিয়া – ১৬০টাকা কিলো।

গোটা রুই –১৫০ টাকা কিলো।
কাটা রুই – ১৮০ টাকা কিলো।
গোটা কাতলা – ২৫০ টাকা কিলো।
বাটা- ১৪০ টাকা কিলো।

মাংস – মুরগি কাটা – ১৮০ টাকা প্রতি কিলো, আর মুরগি গোটা – ১৫০ টাকা প্রতি কিলো।

Advertisements

Leave a Reply