July 19, 2025

বাংলার নয়া কোচ হিসেবে নিযুক্ত হলেন রঞ্জন চৌধুরী

0
Advertisements


HnExpress শিখা দেব, কলকাতা ঃ সন্তোষ ট্রফি ফুটবলের (Football) জন্যে বাংলার কোচ হলেন রঞ্জন চৌধুরী। সোমবার কোচেস কমিটির পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়, বাংলা দলকে কোচিং করাবেন ভবানীপুর ক্লাবের কোচ রঞ্জন চৌধুরী। কোচেস কমিটির সদস্যরা দশ জনের আবেদন পত্রের ভিত্তিতে বাছাই করেন বাংলার কোচের নাম।

আর সেই কমিটির সদস্যরা হলেন চেয়ারম্যান মনোরঞ্জন ভট্টাচার্য, কার্তিক শেঠ, অশোক চন্দ, অমিত ভদ্র ও কুন্তলা ঘোষ দস্তিদার। আলোচনায় রঞ্জনের পাশে জহর দাস, সঞ্জয় সেন, প্রশান্ত চক্রবর্তীর নাম নিয়ে কথা ওঠে।

এবারে আবেদনের ভিত্তিতে কোচ নির্বাচিত করা হয়। অতীতে কমিটির সদস্যরা অনুমোদন করতেন কোচকে। কোচের নাম ঘোষণা করেন আই এফ এ সচিব অনির্বাণ দত্ত। কোচ হওয়ার পরে রঞ্জন বলেন, আগামী ৬ অক্টোবর থেকে সন্তোষ ট্রফি ফুটবলের (football) প্রাথমিক পর্বের খেলা শুরু হবে পাঞ্জাবে।

আমাদের গ্রুপে বেশ কঠিন লড়াই হবে। খেলোয়াড়দের বাছাই করা পর্ব কোচ নিজেই সামাল দেবেন বলেও জানান। গোলরক্ষক কোচ কে হবেন তার দায়িত্ব দেওয়া হয়েছে স্বয়ং কোচকেই।

Advertisements

Leave a Reply