January 23, 2025

রবীন্দ্রনাথ ও গুরু নানক মিলে মিশে একাকার, গায়ক দিলজিত

0
Advertisements

HnExpress নিজস্ব প্রতিনিধি, কলকাতা : কিছুদিন আগেই সঙ্গীতশিল্পী ও অভিনেতা দিলজিত দোসাঞ্জের কলকাতায় অনুষ্ঠান করতে আসা নিয়ে হইচই পড়ে গিয়েছিল সামাজিক মাধ্যমে। নিজের অনুষ্ঠানের নির্ধারিত দিনের তিনদিন আগেই তিনি শহরে এসে পৌঁছে গেছিলেন। তারপর দুটো দিন শহর তিলোত্তমা পরিক্রমা করেছেন, যার ছবি সামাজিক মাধ্যম থেকে উঠে এসেছে।

গতকাল তাঁর মূল অনুষ্ঠানের সব টিকিটও আগেই বিক্রি হয়ে গিয়েছিল। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টলিউড অভিনেত্রী নুসরত জাহান ও অভিনেতা যশ। দিলজিতের একটি গানের তালে তালে তাঁদের এক সাথে নাচতেও দেখা যায় এদিন। কলকাতা শহরের সংস্কৃতি সম্পর্কে বলতে গিয়ে দিলজিতের গলায় রবীন্দ্রনাথ ঠাকুরের

সাথে গুরু নানক মিলে মিশে সসম্পৃক্ত হয়ে যায়। তিনি বলেন, রবীন্দ্রনাথ এ দেশের জাতীয় সঙ্গীত লিখেছিলেন। তাঁকে বিশ্বসঙ্গীত লিখতে বলা হয়েছিল, কিন্তু তিনি বলেন, তা গুরু নানক লিখে গিয়েছেন। কলকাতা শহরে ঘুরে বেড়ানোর নানান মিষ্টি  অভিজ্ঞতার কথাও বলেন দিলজিত।

Advertisements

Leave a Reply