December 11, 2024

শিলিগুড়িতে বিক্ষোভ মিছিল আশা কর্মীদের

0
1627477383262.jpg
Advertisements

HnExpress নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি ঃ একাধিক দাবিদাওয়া নিয়ে শিলিগুড়ির রাস্তায় বিক্ষোভে নামলেন সেখানকার আশাকর্মীরা। এদিন শিলিগুড়ির পৌরসভার সামনে বিভিন্ন স্লোগান সহযোগে দাবি লিখিত প্ল্যার্কাড হাতে নিয়ে বিক্ষোভ মিছিল করেন তাঁরা। যেখানে তাদের মূল দাবি গুলো হলো, সমস্ত আশা কর্মীর পরিবারের সদস্যদের বিনামূল্যে করোনা ভাইরাসের টীকার ব্যবস্থা করে দিতে হবে।

পাশাপাশি করোনা চিকিৎসার জন্য পরিবার পিছু এক লাখ টাকা অব্দি চিকিৎসার খরচ বহন করতে হবে। তাঁরা জানিয়েছেন, আমরা সেই প্রথম থেকেই করোনার ডিউটিতে আছি। তাই স্বভাবতই আমাদের পরিবারগুলির এই ভাইরাসে আক্রান্ত হওয়ার ঝুঁকির আশংকা অনেক বেশি। “আমাদের বেতন বিতরণও এখনও করা হয়নি, ফলে এই ভাবে আমাদের পক্ষে এটি পরিচালনা করা খুব কঠিন।

এছাড়াও আমরা সরকারকে অবসরকালীন বয়স ৬০ বছর থেকে ৬৫ বছর পর্যন্ত পরিবর্তন করার আর্জি জানাচ্ছি। যদিও রাজ্য সরকার অবসর নেওয়ার পর তিন লাখ টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু সেই প্রতিশ্রুতি এখনও পর্যন্ত পূরন করা হয়েনি।

Advertisements

Leave a Reply