বাগরোল উদ্ধার করে বনদপ্তরের হাতে তুলে দিলো পুলিশ
HnExpress অরূপ অধিকারী, বাগদা ঃ দীর্ঘদিনের পরিত্যক্ত সেপটিক ট্যাংক থেকে একটি বাগরোল উদ্ধার করে বনদপ্তরের হাতে তুলে দিল বাগদা থানার পুলিশ। মঙ্গলবার রাতে বনগাঁ মহকুমা পুলিশের এসডিপিও অশেষ বিক্রম দস্তিদার ও বাগদা থানার ওসি চিন্তামনি নস্করের তৎপরতায় উত্তর ২৪ পরগনার বাগদা হরিহরপুর থেকে বাগরোল উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাগদার হরিহরপুরে দীর্ঘদিনের পরিতক্ত একটি সেপটিক ট্যাংকের মধ্যে পড়ে যায় একটি প্রাপ্তবয়স্ক বাগরোল। তা দেখে স্থানীয়রা খবর দেয় বাগদা থানায়। খবর যায় এসডিপিও অশেষ বিক্রম দস্তিদার এর কাছেও। তৎপর হয়ে ওঠেন তিনি। পরবর্তীতে বাগরোলটিকে উদ্ধার করেন তাঁরা। গতকাল বাগরোলটিকে বনদপ্তর এর হাতে তুলে দেওয়া হয়েছে। তবে পড়ে গিয়েও বেশ সুস্থই রয়েছে বাগরোলটি।