March 21, 2025

এক অজ্ঞাত পরিচয় পৌঢ়ার মৃতদেহ ঘিরে চাঞ্চল্য কুশিদায়, রহস্যময় মৃত্যুর তদন্তে পুলিশ

0
Advertisements


HnExpress বিশ্বজিৎ মন্ডল, মালদা ঃ আজ সকালে এক অজ্ঞাত পরিচয় পৌঢ়ার মৃতদেহ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে মালদার হরিশ্চন্দ্রপুর ১নং ব্লকের কুশিদা গ্রাম পঞ্চায়েতের কুশিদা মহিষ হাটের এক আম বাগানে। তবে পৌঢ়ার নাম, ঠিকানা কিছুই জানা যায়নি এখনও। ঘটনার তদন্ত শুরু করেছেন হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকালে কুশিদা মহিষ হাটে এক আম বাগানে মাচার উপরে ওই পৌঢ়ার মৃতদেহ পরে থাকতে দেখতে পান স্থানীয়রা।



খবরটা চাউর হতেই দেহটি ঘিরে ভিড় জমতে শুরু করে। খবর পেয়ে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্ত এর জন্য হাসপাতালে পাঠায়। তবে পুলিশ পৌঢ়ার পরিচয় জানার চেষ্টাও করছেন। পৌঢ়ার পরিচয় জানতে পারলেই এই তদন্তের কাজ অনেকটাই সহজ হবে বলে মনে করছে পুলিশ প্রশাসন।



কুশিদা গ্রাম পঞ্চায়েতের অঞ্চল সভাপতি মহম্মদ নুর আজম জানান, প্রায় ৭৫-৮০ বছর বয়সী এক পৌঢ়ার মৃতদেহ পাওয়া গেছে কুশিদা হাটখোলার মহিষহাটির আমবাগানে। মৃত বৃদ্ধ সকলের কাছেই অপরিচিত। তাঁর কাছ থেকে কোনো পরিচয়পত্র পাওয়া যায়নি। তবে তাঁর ব্যাগ থেকে পাওয়া গেছে একটি জলের বোতল, একটি চাদর ও ১১০ টাকা।
হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ তদন্ত শুরু করেছে।

Advertisements

Leave a Reply