September 18, 2024

মাথার উপর জোড়া ঘূর্ণাবর্ত, গাঙ্গেয় পশ্চিমবঙ্গে গভীর নিম্নচাপের আশংকা

0
Advertisements

HnExpress ওয়েদার রিপোর্ট : জোড়া ঘূর্ণাবর্ত। আগামীকাল বৃহস্পতিবার গাঙ্গেয় পশ্চিমবঙ্গের (West Bengal) উপর গভীর নিম্নচাপ তৈরি হতে চলেছে। এর প্রভাবে বৃহস্পতি এবং শুক্রবার পর্যাপ্ত পরিমাণ বৃষ্টি হতে পারে কলকাতা-সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গের (South Bengal) সমস্ত জেলায়। অগাস্ট মাসের ১লা এবং ২রা তারিখ কলকাতা, হাওড়া, হুগলি, নদীয়া, মুর্শিদাবাদ এবং দুই ২৪ পরগনায় দিনের বিভিন্ন সময় এক থেকে দুই স্পেল ভারী এবং দিনের বাকি সময়ে মাঝারি বৃষ্টি এবং কয়েক দফা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস (Weather Office)। 

দক্ষিণ-পশ্চিম মৌসুমি অক্ষরেখা বাংলা থেকে কিছুটা পশ্চিম দিকে সরে ওড়িশার বালাসোর হয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত।  ঝাড়খণ্ড ও বাংলাদেশে জোড়া ঘূর্ণাবর্ত (overhead pair of cyclone)। এই জোড়া ঘূর্ণাবর্ত পরস্পরের কাছাকাছি এসে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে নিম্নচাপ তৈরি করতে পারে। আজ, বুধবার ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলায়। আগামী কাল, বৃহস্পতিবার ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে কলকাতা হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর পূর্ব, বর্ধমান ও বাঁকুড়া জেলায়।

পরশু, শুক্রবারও ভারী বৃষ্টির সম্ভাবনা পুরুলিয়া, পশ্চিম বর্ধমান ও বীরভূম জেলায়। হালকা থেকে মাঝারি বৃষ্টি। ওয়াইড স্প্রেড রেইন (wide spread rain)— অর্থাৎ, দিনের নানা সময় ঘুরিয়ে ফিরিয়ে কলকাতার প্রায় সব এলাকাই বৃষ্টি হবে। রাতের তাপমাত্রা সামান্য কমবে। দিনের তাপমাত্রা প্রায় একই থাকবে। বাতাসে ৯৫ শতাংশের কাছাকাছি জলীয় বাষ্প থাকায় বৃষ্টির আগে পরে দিনভর প্যাচপ্যাচে ঘর্মাক্ত পরিস্থিতি বজায় থাকবে।

Advertisements

Leave a Reply