গরম পরতে না পরতেই পশ্চিমী ঝঞ্ঝার প্রকোপ, উত্তর থেকে দক্ষিনবঙ্গে ঝড় ও বৃষ্টির পূর্বাভাস
HnExpress ওয়েদার রিপোর্ট, আলিপুরদুয়ার ঃ ফ্রেব্রুয়ারী পেরিয়ে মার্চ মাস পরতে না পরতেই কালবৈশাখীর জন্য দিন গুনতে থাকে সবাই। আজ কালবৈশাখী না হলেও আবহাওয়া দপ্তরের সমীক্ষা অনুযায়ী কলকাতায় আংশিক মেঘলা আকাশ থাকবে এবং বিকেলের পর মেঘলা আকাশ ও বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা আছে বলে জানা গেছে। অন্যদিকে দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা আছে বলে সুত্রের খবর।
আবহাওয়া দপ্তরের সমীক্ষা বলছে এই মাসের ১০ তারিখ অর্থাৎ বুধবার সারাদিন আংশিক মেঘলা আকাশ থাকবে শহর ও শহরতলিতে। তারই সঙ্গে আদ্রতা এবং তাপমাত্রা দুই পাল্লা দিয়ে কয়েকদিন ধরেই একটানা বৃদ্ধিতে ফের হাঁসফাস অবস্থা হবে কলকাতায়। আবহাওয়ার পরিবর্তনের জন্য এপ্রিলের গরম মার্চ মাসেই দেখা গেছে। আবহাওয়া দপ্তরের মতামত অনুযায়ী, আগামী কয়েকদিনে কলকাতা সহ দক্ষিণবঙ্গের দিনের তাপমাত্রা বাড়বে বলা হয়েছিল।
পশ্চিমের জেলা গুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, পূর্ব বর্ধমান, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরে। ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার বইতে পারে বলে জানা যাচ্ছে। উত্তরবঙ্গের পার্বত্য জেলায় আগামী দু-তিন দিন বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সেখানেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে হালকা ঝোড়ো হাওয়া বইতে পারে।
এছাড়াও আগামী প্রায় ২৪ ঘণ্টার মধ্যে দার্জিলিং, কালিম্পং এর সঙ্গে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই জেলাগুলির কিছু অংশেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। উত্তরবঙ্গের অন্য জেলাতেও বিক্ষিপ্ত হালকা দু-এক পশলা বৃষ্টি হতে পারে। দার্জিলিং, কালিম্পং-এ টানা বৃষ্টি হবে আগামী কয়েকদিন ধরেই।
সাথে বাদ যাবে না আসাম, মেঘালয়, মনিপুর, অরুণাচল প্রদেশ, সিকিম, মিজোরাম এবং ত্রিপুরাও। এই পশ্চিমী ঝঞ্ঝার কারনে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি ও হালকা ঝোড়ো হাওয়া বইতে পারে এ সব রাজ্য গুলিতে। এই পশ্চিমী ঝঞ্ঝার প্রকোপ হতে পারে উত্তর-পশ্চিম ভারতে এবং শনি ও মঙ্গলবার উত্তর-পশ্চিম ভারতের বিভিন্ন রাজ্য গুলিতে ঝড়ের প্রকোপ বাড়তে পারে।