March 20, 2025

অশোকনগর সহ তার পশ্ববর্তী এলাকা গুলিতে ওএনজিসির পক্ষ থেকে নতুন করে পরীক্ষা নিরীক্ষার কাজ শুরু হলো

0
Advertisements

HnExpress ২২শে ডিসেম্বর, অরূপ অধিকারী, উত্তর ২৪ পরগণা ঃ অশোকনগর সহ তার পশ্ববর্তী এলাকা গুলিতে ওএনজিসির পক্ষ থেকে পরীক্ষা নিরীক্ষার কাজ শুরু হলো। প্রসঙ্গত উল্লেখ্য, বছর তিনেক আগে উত্তর ২৪ পরগনা জেলার অশোকনগর থানা সংলগ্ন পৌরসভা অন্তর্ভুক্ত ২২ নম্বর ওয়ার্ডে প্রাকৃতিক তেলের সন্ধান পাওয়া যায়। তা নিয়ে ওএনজিসির তরফে অশোকনগরের বাইগাছি এলাকার একটি নির্দিষ্ট জায়গা জুড়ে পরীক্ষা নিরীক্ষা কাজ চলছিল।

কিছু দিন পরে সেই ভূগর্ভস্থ তেল তুলে পরীক্ষার জন্য সংশোধনাগারে পাঠানোরও ব্যবস্থা করা হয়েছিল। কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান সবুজ সংকেত দেওয়ার পরেই জোর কদমে কাজও শুরু হয়। গত ২০শে ডিসেম্বর তার শুভ সূচনা করেন কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। এরপর থেকে অশোকনগর সহ পশ্ববর্তী এলাকা— হাবরা, মছলন্দপুর, গোবরডাঙ্গা, গাইঘাটা, ঠাকুরনগর এই সব এলাকাগুলিতেও ওএনজিসির পক্ষ থেকে পরীক্ষা-নিরীক্ষার কাজ শুরু করে দেওয়া হয়েছে।

প্রতেক এলাকার অলিগলিতে তার সহ যন্ত্রপাতি ফেলে ফেলে রেখেছে পরীক্ষা -নিরীক্ষা করবার জন্য। এলাকাবাসিরা জানায়, যদি আমাদের এলাকায় তেল পাওয়া যায় তাহলে আমরা খুশি হব এবং আমাদের দেশের অর্থনৈতিক ব্যবস্থাও মজবুত হবে। এলাকায় দোকানপাট ভালো চলবে এবং এলাকার বেকার যুবক-যুবতীরা কাজ পাবে। তার থেকেও বড় কথা, ইতিহাসের পাতায় অশোকনগর সহ তার পার্শ্ববর্তী এলাকার নাম থাকবে এবং সংবাদ শিরোনামে সব সময় আমাদের এলাকার নামগুলি উঠে আসবে। এতে আমরা ভীষণ ভাবে খুশি হব।

Advertisements

Leave a Reply