February 10, 2025

BigUpdate এক ট্রেনেই কাটরা থেকে শ্রীনগর পৌঁছে যাবেন খুব সহজে

0
Advertisements

HnExpress এক নজরে টাটকা খবর, ওয়েবডেক্স নিউজ : এক ট্রেনেই খুব সহজে পৌঁছে যাবেন কাটরা থেকে শ্রীনগর (Shrinagar)। এবার বিশ্বের সবচেয়ে উঁচু রেলব্রিজ চন্দ্রভাগা, আইফেল টাওয়ারের থেকেও উঁচু কাশ্মীরের রেলব্রিজ দিয়ে ছুটল বিশেষ ট্রেন ‘বন্দে ভারত’ (Bande Bharat)। যার দৈর্ঘ্য ১,৩১৫ মিটার (৪,৩১৪ ফুট), উচ্চতায় ৩৫৯ মিটার (১,১৭৮ ফুট)।

যেখানে প্যারিসের আইফেল টাওয়ারের (Eiffel Tower) উচ্চতা মাত্র ৩২৪ মিটার (১,০৬৩ ফুট)। এই সেতুটির নির্মাণ কার্যে খরচ পড়েছে প্রায় ১,৪৮৬ কোটি টাকা। ভূমিকম্প (Earthquake) প্রতিরোধের জন্য এটি তৈরির সময় বিশেষ প্রযুক্তির ব্যবহার করা হয়েছে। এবং এটি ২৬৬ কিলোমিটার প্রতি ঘন্টায় ঝড় বয়ে গেলেও তা সহ্য করতে যথেষ্ট সক্ষম।

Advertisements

Leave a Reply