March 21, 2025

BigUpdate আবারোও রাজ্যে বিধ্বংসী অগ্নিকাণ্ড, এবারে বোলপুরের বহুতল —

0
Advertisements

HnExpres নিজস্ব প্রতিনিধি, বোলপুর ঃ এবারে বোলপুরের (Bolpur) বহুতলে আগুন। আগুনের লেলিহান লালসায় পূড়ে ঝলসে মৃত্যু হয়েছে দুজনের, আহত একাধিক। আগুনে নিয়ন্ত্রণ আনতে ঘটনাস্থলে উপস্থিত দমকলের ২টি ইঞ্জিন! বার বার গত কয়েক মাস ধরে রাজ্যের নানান জেলার নানান জায়গায় আগুন লাগার ঘটনা উঠে আসছে। চারিদিকে যেন ধ্বংসের লীলা শুরু হয়েছে। অনেক সতর্কতার পরেও আগুন দূর্ঘটনায় নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না, কিন্তু কেন?

খোদ কলকাতা মহানগরীতে তো দুদিন অন্তর অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়ে যাচ্ছে এলাকা, দোকান, বস্তি। কিন্তু কেন এই অসতর্কতা? নাকি এর পিছনে রয়েছে অন্য রহস্য? পুলিশ ও দমকলবাহিনীর প্রাথমিক তদন্তে অনুমান ফ্ল্যাটের গ্যাস সিলিন্ডার বাস্ট করেই তা ছড়িয়ে পরে আশেপাশের ফ্ল্যাটে। যা এক কথায় বিধ্বংসী রূপ নিয়েছে। রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়, ভীত আতঙ্কিত ফ্ল্যাটের বাসিন্দারা। আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টায় অবির‍ত কাজ করছে দমকলকর্মীরা (Fire Brigade)।

Advertisements

Leave a Reply