June 20, 2025

আবারও বিয়ের পিড়িতে মদন মিত্র, মুখ থেকে পান সরাতেই সব প্রশ্নের সমাধান এক সাথে

0
Advertisements



HnExpress প্রিয়দর্শী সাধুখাঁ, কলকাতা ঃ
রসিকতা, ফেসবুক লাইভ, খাদ্য মেলায় ফিতে কাটতে, এমন কি যুবতীদের ক্রাস মানে মদন মিত্র। এবারে দ্বিতীয় বিয়ে পিঁড়িতেও ভাইরাল কিন্তু মদন মিত্র। কিন্তু কাকে ঠিক বিয়ে করতে চলেছেন কামরহাটির বিধায়ক মদন মিত্র? সোশ্যাল মিডিয়ার সমালোচকদের মন্তব্য কিন্তু পিছু ছাড়ছেনা তাঁকে। মাসখানেক আগে ‘দিদি নম্বর ১’-র সেটে প্রথম বউ অর্চনা মিত্রর সাথেই দেখা গিয়েছিল মদন মিত্রকে।

সেখানে রচনা ব্যানার্জির সামনে মদন-অর্চনার জুটি বেশ তারিফ কুড়িয়েছিল। সেই দিনও কিন্তু বউকে পটানোর গল্পও শুনিয়েছিলেন মদন মিত্র। এদিন দ্বিতীয় বিয়ের মণ্ডপে মুখ থেকে পান পাতা সড়াতেই পরিষ্কার বোঝা গেল বিষয়টা। এ কাকে বিয়ে করলেন বিধায়ক? কতগুলো জোড়া চোখের সামনে ভেসে উঠলো অর্চনা মিত্রেরই মুখমন্ডল। নিজের বিবাহিত স্ত্রীকে আবারও বিয়ে করার কারন জানতে চাইলে তিনি বলেন, “আমি এখন বেকার।



দেখলাম হাতে অনেক সময়ে রয়েছে তাই বিয়ে করে নিলাম আবার। প্রায় ৪০ বছর আগে আমার বিয়ে হয়। মেয়েদের তো বোঝাতেই পারছি না যে আমি বিয়ে করে ফেলেছি। মেয়েদের ভালো লাগার সেই চাপ থেকে মুক্ত হতেই এদিন আবার বিয়ে করলাম। বহু বিবাহ একদিকে খারাপ নয় যদিও। বৌদ্ধধর্মে এক সময় এমনটাই হত। কিছুক্ষণের জন্য ভালো লাগলে ঠিক আছে। কিন্তু পরকীয়া ঠিক নয়।

এমনিতেই রাজ্যে কিছু হলে প্রথম আমিই কেস খাই।” তিনি আরও বলেন, “যাঁরা অনেক বছর আগে বিয়ে করেছেন তাঁদের আবারও নিজের জীবনসঙ্গীর সঙ্গে বিয়ে করার সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি নয়া পন্থায় এই অনুষ্ঠান উদ্যোক্তাদের। আমি ৪০ বছর আগে অর্চনার সঙ্গে ঘর বেঁধে ছিলাম। অনেক কিছুই বিস্মৃত হয়ে গিয়েছিল আজ আবার নতুন করে বিয়ে করে সেই সব দিন মনে পড়ে যাচ্ছে।”



কালীঘাটে একটি বেসরকারি সংস্থার অনুষ্ঠানে নিজের স্ত্রী অর্চনাকে বিয়ে করলেন মদন মিত্র। বিয়ের অনুষ্ঠানে হাজির ছিলেন মদন মিত্রর নাতি মহারূপ। শনিবার বিয়ে উপলক্ষে লাল রঙের পাঞ্জাবির সঙ্গে ঘিয়ে রঙের ধুতি কিনেছিলেন কামারহাটির বিধায়ক। নিজ বধূর জন্য কিনেছিলেন লাল বেনারসিও। যার দাম প্রায় এক লক্ষ টাকার কাছাকাছি। সেই পোশাক পরেই এদিন আবারও বিয়ে করলেন মদন দম্পতি।

Advertisements

Leave a Reply