December 13, 2024

আবারও গরুর দুধে সোনা প্রসঙ্গে কটাক্ষের শিকার দিলীপ ঘোষ

0
1628988929 Raj Dilip.jpg
Advertisements


HnExpress নিজস্ব প্রতিনিধি, কলকাতা ঃ গরুর দুধে সোনা থাকে তা দাবি করে বছর দুয়েক আগে বিতর্কে জড়িয়ে ছিলেন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। এদিন শুক্রবার আবারও বুঝিয়ে দিলেন নিজের মন্তব্যে এখনও তিনি অনড়। এদিন সাংবাদিক বৈঠক থেকে ইঙ্গিতে ফের গরুর দুধে সোনার তত্ত্বকে সমর্থন করলেন বিজেপি নেতা। যার জেরে ফের কটাক্ষের শিকার হলেন তিনি।

এক প্রাণী বিজ্ঞানীর দাবি, অবৈজ্ঞানিক কথা বলছেন দিলীপ ঘোষ। আবারও তিনি নিজেই তুলে আনেন ‘দুধে সোনা’ প্রসঙ্গ। বলেন, “আমি বলেছিলাম গরুর দুধে সোনা পাওয়া যায়, তা নিয়ে অনেক কথা হয়েছে। যারা কোনওদিন গরুর দুধ খায় না তাঁরা কীভাবে সোনা পাবে? কীভাবে বুঝবে?!” অর্থাৎ এখনও তাঁর দাবি, গরুর দুধে সোনা থাকেই।

এপ্রসঙ্গে এক প্রাণী বিজ্ঞানী বললেন, “এটা সম্পূর্ণ অবৈজ্ঞানিক কথা। গরুর দুধে অনেক প্রয়োজনীয় উপাদান থাকে এটা ঠিক। আর তাই বাচ্চা থেকে বড়, সব বয়সী মানুষদের দুধ খেতে বলা হয়। কিন্তু তাতে কোনওভাবেই সোনা নেই। একজন বিশিষ্ট মানুষের মুখে এহেন মন্তব্য ঠিক মানা যায় না।”

Advertisements

Leave a Reply