March 21, 2025

BigUpdate বড়তলার ৬ মাসের পথশিশুকে যৌ*ন নির্যাতনে দোষী সাব্যস্ত যুবকের সাজা ঘোষণা হলো মঙ্গলবার

0
Advertisements

HnExpress নিজস্ব প্রতিনিধি, কলকাতা : কলকাতার বড়তলায় সাত মাসের পথশিশু কন্যাকে যৌন নির্যাতনে (Sexual Harassment) দোষী সাব্যস্ত হয় রাজীব ওরফে গোবরা। চার্জশিট জমার ২৬ দিনের মাথায় অভিযুক্তকে দোষী সাব্যস্ত করেছে কলকাতা নগর দায়রা আদালতের বিশেষ পকসো আদালত (Pocso Court)।

আগামীকাল মঙ্গলবার এই মামলার সাজা ঘোষণা করবেন বিচারক। উল্লেখ্য, গত বছর ৩০শে নভেম্বর এই পথশিশু যৌন নির্যাতনের শিকার হয়। বড়তলার (Bortala) সেই পথশিশুকে যৌন নির্যাতনের কেস ফাইল হওয়ার ৪০ দিনের মাথায় দোষী সাব্যস্ত করা হলো পুলিশের তৎপরতা ও চেষ্টায়। আজ তারই সাজা হিসেবে মৃত্যুদন্ডের ঘোষণা করলো পকসো আদালত।

পুলিশ জানায়, ২০২৪’র ৩০শে নভেম্বর গভীর রাতে ফুটপাতে থাকা এক সাত মাসের শিশুকন্যাকে ঘুমন্ত অবস্থায় বড়তলা থানা এলাকার ব্রিডন স্ট্রিট (Breedon Street) থেকে তুলে নিয়ে যায় রাজীব ওরফে গোবরা। শিশু কন্যাকে যৌন হেনস্থার (Sexual Harassment) অভিযোগ ছিল ওই যুবকের বিরুদ্ধে। পরদিন সকালে রক্তাক্ত অবস্থায় শিশুটির খোঁজ মেলে এলাকারই অন্য আরেকটি ফুটপাতে।

বড়তলা থানায় শিশু নিখোঁজের ব্যাপারে অভিযোগ জানিয়েছিল এক দম্পতি। পুলিশ তদন্তে নেমে ফুটপাথ সংলগ্ন এলাকার সিসিটিভি ফুটেজ (CCTV Footage) খতিয়ে দেখা হয়। ফুটেজে এক যুবককে সন্দেহজনক ভাবে পা টেনে টেনে হাঁটতে দেখা যায়। পাশাপাশি শিশুটিকে সঙ্গে করে নিয়ে যেতেও দেখা যায় তাকে। অভিযুক্তের খোঁজে সিসিটিভি ফুটেজ ছড়িয়ে দেওয়া হয় রাজ্যের সব থানায়।

আর ২৪ ঘণ্টার মধ্যেই ঝাড়গ্রামের গোপীবল্লভপুরে (Gopiballapur) খোঁজ মেলে অভিযুক্ত রাজীবের। তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করলেই সে সব স্বীকার করে নেয়। কলকাতা পুলিশের এক কর্তা জানান, ‘ধৃতের বিরুদ্ধে যাবতীয় প্রমাণ আমরা আদা‍লতে (Court) জমা করেছি। কঠোর থেকে কঠোরতম সাজা হোক, এটাই চাইছি।’ এই মামলায় একাধিক ব্যক্তির সাক্ষ্য গ্রহণ করা হয়।

তারই ভিত্তিতে আজ মঙ্গলবার অভিযুক্তের সাজা ঘোষণা করলো আদালত। বড়তলা থানা এলাকায় শিশুকে ধর্ষণ-খুনের চেষ্টায় গত ৪ ডিসেম্বর অভিযুক্তকে ঝাড়গ্রাম থেকে গ্রেফতার করা হয়েছিল। বড়তলার ফুটপাথবাসী সেই ৬ মাসের শিশুকে অপহরণ করে ধর্ষণ-খুনের চেষ্টার অভিযোগে এবার সাজা ঘোষণা করলো আদালত। ‘বিরল থেকে বিরলতম অপরাধ’ হিসেবে পকসো আদালতে দোষীর মৃত্যুদণ্ড ঘোষণা করা হয়েছে আজ। 

তথ্যসূত্র : পুলিশ ফাইল, ছবি : প্রতীকী।

Advertisements

Leave a Reply