March 21, 2025

বিদেশ সফরে যেতেই মোদীর বিমানে জঙ্গি হামলার ভুয়ো খবর ছড়ালো, গ্রেফতার এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তি

0
Advertisements

HnExpress ব্যুরো রিপোর্ট, ওয়েবডেক্স নিউজ : বিদেশ সফরে যেতেই মোদীর বিমানে জঙ্গি হামলার ভুয়ো খবর ছড়ালো, গ্রেফতার এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তি। উল্লেখ্য,  প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে (Narendra Modi, Prime Minister) প্রাণনাশের হুমকি এলো জঙ্গি গোষ্ঠী থেকে।‌ তাঁর বিমান নাকি উড়িয়ে দেবে জঙ্গিরা! এমনটাই ফোনে মুম্বই পুলিশকে জানিয়েছিলেন এক ব্যক্তি। মঙ্গলবার হুমকির ফোন পেয়েই নড়েচড়ে বসে মুম্বাই পুলিশ।

তদন্তে নেমে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গেছে। মুম্বই পুলিশ (Mumbai Police) সূত্রে খবর, ১১ই ফেব্রুয়ারি কন্ট্রোল রুমে একটি ফোন আসে। সেই ফোনে এক ব্যক্তি জানান, বিদেশ সফরে প্রধানমন্ত্রীর বিমানে হামলা চালানো হতে পারে। জঙ্গিরা বিমানে বোমা হামলা করার ছক কষেছে। খবর পাওয়ার সাথে সাথেই বিষয়টি নিয়ে তদন্ত শুরু করা হয়। বিভিন্ন সংস্থাকে হুমকি ফোনের বিষয়টি জানানো হয়।

তড়িঘড়ি তদন্তে নেমে মুম্বইয়ের চেম্বুর (Mumbai, Chembur) থেকে এক ব্যক্তিকে আটক করেন তদন্তকারীরা, যতই হোক দেশের প্রধানমন্ত্রী বলে কথা! জানা গিয়েছে, তিনিই কন্ট্রোল রুমে ফোন করেছিলেন। গ্রেফতার করে তাঁকে ওই হুমকি ফোনের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হলে জানা যায় যে, তাঁর মানসিক অবস্থা স্থিতিশীল নয়। সোমবার বিদেশ সফরে গিয়েছেন প্রধানমন্ত্রী।

ফ্রান্স সফর সেরে যাবেন আমেরিকায়। মঙ্গলবার প্যারিসে এআই সম্মেলনে যোগ দেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর মোদি। সেখানেই কৃত্রিম বুদ্ধিমত্তার ভাল-খারাপ দিকগুলি তুলে ধরেন তিনি। তারপর ফরাসি প্রেসিডেন্ট ইম্মানুয়েল ম্যাক্রোর (Emmanuel Macro) সঙ্গে নৈশভোজ সেরে একান্ত বৈঠকেও বসেন। বুধবার মোদী এবং ম্যাক্রোর, দু’জনে মার্সেইতে মাজ়ারগুয়েস যুদ্ধের সমাধিক্ষেত্র পরিদর্শন করেন। 

Advertisements

Leave a Reply