পৌর নির্বাচনের দিন ঘোষণা হলো ১০৮টি পৌরসভার, দেখে নিন এক নজরে—
HnExpress ওয়েবডেক্স নিউজ, ব্যুরো রিপোর্ট ঃ আজ রাজ্যের বাকি ১০৮টি পৌরসভা নির্বাচনের দিন ঘোষণা করল নির্বাচন কমিশন। আগামী ২৭শে ফেব্রুয়ারি রাজ্যের এই ১০৮টি পৌরসভায় হবে পুর নির্বাচন। বৃহস্পতিবারই জারি হয়েছে এই বিজ্ঞপ্তি। কার্যকর হয়েছে ভোট আদর্শ আচরণবিধিও। সব থেকে বেশি পুরভোট হবে উত্তর ২৪ পরগনা জেলায়।
এই জেলার ২৫টি পুরসভায় হচ্ছে ভোটগ্রহণ। তালিকার উপরদিকে থাকছে দার্জিলিং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, নদিয়া জেলা। নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ৯ই ফেব্রুয়ারি পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়া যাবে। আর এই সমস্ত মনোনয়ন খতিয়ে দেখা হবে ১০ই ফেব্রুয়ারি। ১২ই ফেব্রুয়ারি মনোনয়ন প্রত্যাহার করার শেষ দিন।
কোন্ জেলার কোন্ কোন্ পুরসভায় কখন থেকে কখন ভোট হবে, দেখে নিন এক নজরে— রাজ্য নির্বাচন কমিশনের জারি করা বিজ্ঞপ্তি প্রকাশ, আগামী ২৭ই ফেব্রুয়ারি ভোটগ্রহণ হবে সকাল ৭টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। আজ ৩রা ফেব্রুয়ারি থেকেই শুরু সেই মনোনয়ন জমার কাজ। চলবে ৯ই ফেব্রুয়ারি পর্যন্ত। স্ক্রুটিনি হবে ১০ই ফেব্রুয়ারি। ১২ই ফেব্রুয়ারি মনোনয়ন প্রত্যাহরের শেষ দিন।
ভোটের গণনার দিন ঘোষণা না করা হলেও ৮ই মার্চের মধ্যে ভোট প্রক্রিয়া শেষ করতে হবে বলে জানা গেছে। তবে কমিশনের পক্ষ থেকে যে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে তাতে বলা হয়েছে, আগামী ৮ই মার্চের মধ্যে গোটা নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। ১লা জানুয়ারি ২০২২ ধরেই ভোট হবে বলে সাংবাদিক বৈঠকে জানিয়েছে রাজ্য নির্বাচন কমিশন। আদর্শ আচরনবিধি কার্যকর করা হবে সংশ্লিষ্ট পুর এলাকাগুলিতে।