April 27, 2025

গান্ধীজির ১৫২তম জন্মদিনে খাদি শিল্পকে আরও উজ্জীবিত করার দৃঢ় সংকল্প নিল রাজ্য বিজেপি

0
Advertisements

গান্ধীজির ১৫২তম জন্মদিনে স্বচ্ছ ভারত অভিযান কর্মসূচি পালন করলো রাজ্য বিজেপি—



HnExpress নিজস্ব প্রতিনিধি, ব্যারাকপুর ঃ আজ মহাত্মা গান্ধীর ১৫২তম জন্মদিন। আর সেই উপলক্ষে রাজ্য বিজেপির তরফ থেকে “স্বচ্ছ ভারত অভিযান” কর্মসূচি পালিত হলো। এবং এই দিনটিকে সম্মান জানিয়ে মহাত্মা গান্ধীর তৈরি খাদি শিল্পকে আরো বেশি করে উজ্জীবিত করার লক্ষ্যে সংকল্প গ্রহণ করলেন তাঁরা। এরই পাশাপাশি এদিন ব্যারাকপুর চিড়িয়ামোড়ের গান্ধী মূর্তিতেও মাল্যদান করে শ্রদ্ধার্ঘ জ্ঞাপন করল রাজ্য বিজেপি।



অন্যদিকে, ব্যারাকপুরের গান্ধী মিউজিয়াম পরিদর্শন করলেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ সহ বিজেপির ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের সাংসদ অর্জুন সিং, রাজ্য সম্পাদিকা ফাল্গুনী পাত্র, বিজেপির বহু নেতা-নেত্রী ও অগুনতি কর্মীবৃন্দ। এদিন স্বচ্ছ ভারত অভিযান সফল করতে ব্যারাকপুর রোডে ঝাড়ু হাতে দেখা যায় সাংসদ অর্জুন সিং সহ বিজেপি কর্মীদের।

Advertisements

Leave a Reply