February 10, 2025

দরকার নেই নাম নথিভুক্তির, এখন সরাসরি টিকাকেন্দ্রেই মিলবে বুস্টার টিকা

0
Advertisements


HnExpress ওয়েবডেক্স নিউজ, ব্যুরো রিপোর্ট ঃ ৩রা জানুয়ারি থেকে দেশের এ প্রান্ত থেকে সে প্রান্ত জুড়ে শুরু হয়ে গেছে ১৫ থেকে ১৮ বছর বয়সীদের কোভিড টিকাকরণ। আর আগামী ১০ই জানুয়ারি থেকে গোটা দেশে শুরু হতে চলেছে কো-উইন বুস্টার টিকাকরণ। তবে বুস্টার টিকা নেওয়ার জন্য নতুন করে অনলাইনের মাধ্যমে ওয়েবসাইটে গিয়ে নাম নথিভুক্ত করার কোনো দরকার নেই বলে জানা গেছে।

এখন সরাসরি টিকাকেন্দ্রে গেলেই যাঁরা প্রকৃত প্রাপক তাঁরাই পেয়ে যাবেন এই কো-ইউন বুস্টার টিকাকরণ। প্রসঙ্গত উল্লেখ্য, দিন কয়েক আগেই স্বাস্থ্যসেবা কর্মী, প্রথম সারির কর্মী এবং কোমর্বিডিটি সহ ষাটোর্ধ্ব ব্যক্তিদের প্রথম বুস্টার টিকা দেওয়ার কথা ঘোষণা করেছিল কেন্দ্রীয় সরকার। আর সেইমতোই আগামী ১০ই জানুয়ারি থেকে এ দেশে শুরু হতে চলেছে সেই বুস্টার টিকাকরণ।



এই টিকা নেওয়ার জন্য নতুন করে ওয়েবসাইটে নাম লেখানোর দরকার নেই। যোগ্য প্রাপকেরা টিকাকেন্দ্রে গেলেই টিকা পাবেন। যদিও আজ শনিবার সন্ধ্যা থেকেই দেশ জুড়ে এই বুস্টার ডোজের জন্য অনলাইন বুকিং শুরু হয়ে গেছে বলে সুত্রের খবর। আর সরাসরি টিকাকেন্দ্রে গিয়ে নাম নথিভুক্ত করে টিকার ডোজ দেওয়া শুরু হবে ১০ই জানুয়ারি থেকে।

Advertisements

Leave a Reply