সদ্যোজাত ও তারকা-সাংসদ নুসরতের সুস্থতার খবর শেয়ার করলেন লড়াইয়ে সর্বক্ষণের বন্ধু যশ


HnExpress নিজস্ব প্রতিনিধি, কলকাতা ঃ সম্পূর্ণ সুস্থ আছেন অভিনেত্রী নুসরত জাহান ও তাঁর সদ্যোজাত শিশুপুত্র, এমনটাই জানালেন টলিউডের তারকা যশ দাশগুপ্ত। সদ্য মাতৃত্বের অমূল্য সম্পদে বিভূষিত হয়েছেন তারকা তথা সাংসদ নুসরত জাহান। তাঁর ও সদ্যোজাতের সুস্থতার খবর শেয়ার করলেন বন্ধু অভিনেতা যশ।
তিনি এদিন বলছেন, যাঁরা নুসরতের স্বাস্থ্য নিয়ে খোঁজখবর নিচ্ছেন, তাঁদের উদ্দেশ্যে জানাচ্ছি যে মা ও সন্তান উভয়ই সুস্থ আছেন। যিনিই নুসরতের এই দুঃসময়ে লড়াইয়ে সর্বক্ষণের একমাত্র সঙ্গী হিসেবে পাশে ছিলেন তিনি হলেন এই অভিনেতা যশ।

সেই প্রথম দিন থেকে এই পর্যন্ত স্ব-সম্মানে মাতৃত্বের লড়াইয়ে তাঁকে আগলে রেখেছিলেন তিনিই। এদিন হাসপাতালেও নুসরতের ইচ্ছা ছিল, তাঁর পাশে যেন বন্ধু হিসেবে থাকেন যশ। আর সেই ইচ্ছে পূরণও করেছেন যশ, জীবনের এই একটা গুরুত্বপূর্ণ দিনে অভিনেত্রীর পাশেই ছিলেন তিনি।