December 13, 2024

রাজপথে গাড়ি চালানোর সময় ট্রাফিক আইন ভাঙলে নতুন জরিমানার আইন কার্যকরী হতে চলেছে

0
Img 20190721 Wa0024.jpg
Advertisements

HnExpress জয় গুহ, কলকাতা ঃ এখন থেকে আপনি যদি বাইক চালানোর সময় মোবাইল ফোন অথবা ইয়ারফোন ব্যবহার করেন বা গান শুনতে থাকেন তো আপনাকে দিতে হতে পারে জরিমানা। কারণ ট্রাফিক আইন ভঙ্গ করে এখন থেকে এরকম ভাবে যত্রতত্র ইয়ারফোন ব্যবহার করলে আপনাকে ৫০০০ টাকা পর্যন্ত জরিমানা দিতে হতে পারে। কেন্দ্র সরকারের এই নতুন নিয়মের উদ্দেশ্যই হলো, যাতায়াত ব্যবস্থাকে সুরক্ষিত রাখা ও দুর্ঘটনা কমানো। এই বিষয়ে কলকাতা, ব্যাঙ্গালোর ও পুনের ট্রাফিক পুলিশেরা বিজ্ঞপ্তি জারি করেছে। ট্রাফিক পুলিশ সিসি ক্যামেরার মাধ্যমে বাইক আরোহীদের প্রতি নজর রাখবে প্রতিটা গুরুত্বপূর্ণ রাস্তায়।

আইন ভাঙলে বা অপরাধ করলে শাস্তি হবেই- লাল বাতি বা সিগন্যাল না মানা এবং হেলমেট না পরা- বর্তমানে জরিমানা ছিল ১০০ টাকা, যেটা বিলে প্রস্তাব করা হয়েছে ১০০০ টাকা আর তিন মাসের জন্য লাইসেন্স বাজেয়াপ্ত করা হবে।

গতি সীমা ভাঙ্গালে- বর্তমানে জরিমানা ১০০ টাকা ছিল, বিলে প্রস্তাব করা হয়েছে ছোট গাড়ির ক্ষেত্রে ১০০০ টাকা এবং মাঝারি গাড়ির জন্য ২০০০ টাকা পর্যন্ত জরিমানা। মদ্যপান করে গাড়ি চালানোর ক্ষেত্রে যেটা ভীষণভাবে অপরাধজনক- বর্তমানে জরিমানা ছিল ২০০০ টাকা, বিলে প্রস্তাব হয়েছে ১০০০০ টাকা পর্যন্ত জরিমানা।

যেকোনো রকমের খবর ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন।

বিপজ্জনক ভাবে গাড়ি চালানো- বর্তমানে জরিমানা ছিল ১০০০ টাকা, বিলে প্রস্তাব করা হয়েছে ৫০০০ টাকা পর্যন্ত জরিমানা। মোবাইল বা হেডফোন কানে দিয়ে গাড়ি চালানোর অপরাধে- বর্তমানে জরিমানা ১০০০ টাকা ছিল, বিলে প্রস্তাব করা হয়েছে জরিমানা ৫০০০ টাকা। লাইসেন্স ছাড়া গাড়ি চালানোর ক্ষেত্রে- বর্তমানে জরিমানা ছিল ৫০০ টাকা, বিলে প্রস্তাব করা হয়েছে ৫০০০ টাকা অব্দি জরিমানা।

গাড়ি দিয়ে ধাক্কা মেরে পালানো অপরাধের জন্য ক্ষতিপূরণ বাবদ- বর্তমানে ২৫০০০ টাকা জরিমানা ছিল, বিলে প্রস্তাব বেড়ে গিয়ে হয়েছে ২ থেকে ১০ লক্ষ টাকা জরিমানা। স্কুটার বা বাইকে দুজনের বেশি তিন জনকে তুললে- বর্তমানে জরিমানা ছিল ১০০ টাকা, বিলে প্রস্তাব করা হয়েছে ২০০০ টাকা অব্দি জরিমানা ও তিন মাসের জন্য লাইসেন্স বাজেয়াপ্ত। পারমিট ছাড়া গাড়ি চালানোর ক্ষেত্রে- বর্তমানে জরিমানা ছিল ৫০০০ টাকা, বিলে প্রস্তাব হয়েছে জরিমানা বাবদ ১০০০০ টাকা।

নাবালকের গাড়ি চালানোর ক্ষেত্রে- বর্তমানে কোন জরিমানা ছিল না, তবে এখন বিলে প্রস্তাব দেওয়া হয়েছে ২৫০০০ টাকা জরিমানা ও অভিভাবক বা গাড়ির মালিকের ৩ বছরের জন্য জেল আর অভিযুক্তের নাবালক অপরাধ আইনে বিচার চলবে। অ্যাম্বুলেন্সকে রাস্তা না ছাড়লে- এখনো পর্যন্ত কোনো জরিমানা নেই তবে বিলে প্রস্তাব করা হয়েছে ১০০০০ টাকা জরিমানা।

Advertisements

Leave a Reply