December 10, 2024

“দিদিকে বলো” কর্মসূচিতে এসে মন্ডলকূপীতে মা মাটি মানুষের সরকারের কথা বললেন নেপাল সিংহ

0
Img 20191221 231445.jpg
Advertisements

HnExpress ২১ শে ডিসেম্বর নিজস্ব প্রতিনিধি শালবনী ঃ প্রচন্ড ঠান্ডা আর এনআরসি’র আতঙ্ক ও বিজেপির দুষ্কৃতীদের অত্যাচারিত মানুষের পাশে দাঁড়িয়েও জননেত্রী মমতা ব্যানার্জীর সরকারের উন্নয়নমূলক কাজগুলো তুলে ধরলেন, প্রথম দিন থেকেই দিদির পাশে থাকা বর্ষীয়ান ব্লক সভাপতি নেপাল সিংহ। আজ মন্ডলকূপীর শালবনী ব্লকে জনসংযোগ কর্মসূচী “দিদিকে বলো” সম্পন্ম হলো।

এলাকার স্থানীয় নেতৃত্ব অসিত ঘোষ, মলয় সিংহ, শান্তুনু সিংহ, তুহিন গাঁতই, সুদীপ সিংহ, সুপ্রিয় ভুইয়া, অতনু সিংহ, হাঁসু মাহাত, মঙ্গলা গরাই সহ এলাকার মহিলাদের নিয়ে বাড়ী বাড়ী ঘুরে মানুষের অভাব অভিযোগ শোনেন নেপাল বাবু। পাশাপাশি “দিদিকে বলো”তে ফোন করে নিজেদের সমস্যার কথা তুলে ধরতে আহ্বান জানান নেপাল বাবু। এদিন নেপাল বাবু সহ সবাই মাটিতে বসেই সারেন মধ্যাহ্নভোজন।

তিনি আরও জানান জননেত্রী পশ্চিমবঙ্গের সমস্ত নাগরিককে আগলে রাখবেন, কেউ যাতে বিভ্রান্ত না হয় তার জন্য অনুরোধ করলেন তিনি। এই বর্ষীয়ান নিরামিষভোজী মানুষটি আজকের প্রথম অর্ধের জনসংযোগ সেরে এলাকার প্রথম দিন থেকেই তার ঘনিষ্ঠ সহযোগী মলয় সিংহ এর বাড়ীর মাটির দাওয়ার বসে সবার সাথে মধ্যাহ্ন ভোজন করেন।

Advertisements

Leave a Reply