জীবন রক্ষাকারী পালমোনারি থ্রম্বেকটমি সফল ভাবে সম্পন্ন করল নারায়ণা হাসপাতাল

HnExpress নিজস্ব প্রতিনিধি, বারাসাত : বারাসাতের নারায়ণা হাসপাতাল অত্যাধুনিক প্রযুক্তির সাহায্যে পালমোনারি থ্রম্বেকটমি সার্জারি সফল ভাবে সম্পন্ন করেছে, যা একটি রোগীর জীবন বাঁচাতে সহায়ক। রোগীটি মারাত্মক পালমোনারি এমবোলিজম (Pulmonary Embolism) রোগে আক্রান্ত হয়ে ভর্তি হন, যেখানে রক্তের ক্লটগুলি ফুসফুসের শিরাগুলিকে অবরুদ্ধ করে দেয়। রক্তের ক্লট-ভঙ্গকারী চিকিৎসার পরিবর্তে এই উন্নত পদ্ধতি প্রয়োজনীয়, কারণ রোগীর শারীরিক অবস্থা ওই চিকিৎসার জন্য উপযুক্ত ছিল না।
এদিন রোগীটি তীব্র শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হন এবং মাত্র এক সপ্তাহ আগেই তার মস্তিষ্কে রক্তক্ষরণ (Subdural Hemorrhage) সংক্রান্ত অস্ত্রোপচার সম্পন্ন হয়েছিল। রোগীর এই ইতিহাস বিবেচনায় চিকিৎসকরা সিদ্ধান্ত নেন যে, ক্লট দ্রবীভূতকারী ওষুধ (Thromboliasis) দেওয়া অত্যন্ত ঝুঁকিপূর্ণ হবে এবং বিকল্প একটি পদ্ধতির মাধ্যমে প্রাণঘাতী রক্ত জমাট অপসারণ করতে হবে।
বিভিন্ন চিকিৎসা পরীক্ষার মধ্যে ECG ও ইকোকার্ডিওগ্রাফি রিপোর্টে দেখা যায় যে, রোগীর ডান ভেন্ট্রিকল (RV) বড় হয়ে গেছে, যা হৃদযন্ত্রের অতিরিক্ত চাপে থাকার ইঙ্গিত দেয়। সিটি পালমোনারি অ্যাঞ্জিওগ্রাফি (CTPA) পরীক্ষায় ফুসফুসের প্রধান দুই ধমনীতে বড় আকারের রক্ত জমাটের উপস্থিতি নিশ্চিত হওয়ায় দ্রুত পদক্ষেপ নেওয়া অত্যাবশ্যক হয়ে ওঠে। চিকিৎসকরা পেনুম্ব্রা অ্যাসপিরেশন সিস্টেম ব্যবহার করে মিনিমালি ইনভেসিভ পালমোনারি থ্রম্বেকটমি করার সিদ্ধান্ত নেন।
যা একটি বিশেষ ক্যাথেটারের (Catheter) মাধ্যমে সরাসরি ধমনী থেকে রক্ত জমাট অপসারণ করতে সহায়তা করে। সফলভাবে একাধিক রক্ত জমাট অপসারণের পর রোগীর শারীরিক অবস্থার উল্লেখযোগ্য উন্নতি ঘটে। কয়েক দিনের মধ্যেই রোগীর রক্তচাপ ও অক্সিজেন লেভেল স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। অস্ত্রোপচারের প্রায় ১০ দিন পর সম্পূর্ণ সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছুটি নিয়ে বাড়ি ফিরে যান।
পালমোনারি এম্বোলিজম (Pulmonary Embolism) একটি গুরুতর ও সম্ভাব্য প্রাণঘাতী অবস্থা, যা সময়মতো চিকিৎসা না করা হলে মারাত্মক পরিণতি ডেকে আনতে পারে। যেসব রোগী উচ্চ রক্তক্ষরণের ঝুঁকির কারণে থ্রম্বোলাইসিস নিতে পারেন না, তাদের জন্য পালমোনারি থ্রম্বেকটমি (Pulmonary Thrombectomy) একটি জীবনরক্ষাকারী বিকল্প। বর্তমানে এই প্রযুক্তি ব্যাপক ভাবে ব্যবহৃত হচ্ছে ম্যাসিভ এবং সাব-ম্যাসিভ পালমোনারি এম্বোলিজম চিকিৎসার জন্য, যা রোগীর বেঁচে থাকার হার বাড়িয়ে তোলে ও দীর্ঘমেয়াদি জটিলতা হ্রাস করে।
ডাঃ সুনন্দন সিকদার, কনসালট্যান্ট ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট বলেন, “এই ঘটনাটি প্রমাণ করে যে, প্রাথমিক পর্যায়ে রোগ নির্ণয় ও সময় মতো সঠিক চিকিৎসা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পালমোনারি থ্রম্বেকটমি (Pulmonary Thromboctomy) হলো এমন এক উদ্ভাবনী চিকিৎসা পদ্ধতি, যা প্রচলিত ক্লট-দ্রবীভূতকারী ওষুধ গ্রহণ করতে অক্ষম রোগীদের জন্য একটি নিরাপদ ও কার্যকর বিকল্প হিসেবে কাজ করে। এটি রোগীর বেঁচে থাকার সম্ভাবনা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করে।”