April 28, 2025

বারাসাতের নারায়ণা হাসপাতালকে “এক্সেলেন্স ইন এমার্জেন্সি সার্ভিসেস অ্যাওয়ার্ডে” ভূষিত করা হলো

0
Img 20241212 Wa00012728838419993978693
Advertisements

‘এক্সেলেন্স ইন হেলথকেয়ার ২০২৫-এর ইভেন্টে’ পশ্চিমবঙ্গের একমাত্র স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান হিসেবে এই “এক্সেলেন্স ইন এমার্জেন্সি সার্ভিসেস অ্যাওয়ার্ড” সম্মাননা অর্জন করলো বারাসাতের নারায়ণা হাসপাতাল।

HnExpress নিজস্ব প্রতিনিধি, বারাসাত : বারাসাত এর নারায়ণা হাসপাতাল (Narayana Hospital, Barasat) তাদের অসামান্য স্বাস্থ্যসেবা অবদানের জন্য এক মর্যাদাপূর্ণ অ্যাওয়ার্ড “এক্সেলেন্স ইন এমার্জেন্সি সার্ভিসেস সম্মাননা” অর্জন করলো। গত ৩১শে জানুয়ারি ও ১লা ফেব্রুয়ারি ২০২৫-এ কোচি ও কেরালাতে স্বারম্বরে অনুষ্ঠিত হয় অ্যাসোসিয়েশন অব হেলথকেয়ার প্রোভাইডার্স ইন্ডিয়ার (AHPI) পক্ষ থেকে আয়োজিত এক্সেলেন্স ইন হেলথকেয়ার ২০২৫ ইভেন্ট। সেখানে এই সম্মাননা প্রদান করা হয়। ভারত জুড়ে অসাধারণ স্বাস্থ্যসেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলিকে এই ইভেন্টে তাদের বিশেষ কৃতিত্বের জন্য পুরস্কৃত করা হয়।

বারাসাতের নারায়ণা হাসপাতাল হলো তাদের মধ্যে একজন। যা পশ্চিমবঙ্গের প্রথম হাসপাতাল হিসেবে এক্সেলেন্স ইন এমার্জেন্সি সার্ভিসেস অ্যাওয়ার্ড (Excellence In Emergency Services Award) অর্জন করেছে। এই হাসপাতাল তার উচ্চমানের জরুরি সেবার প্রতিশ্রুতিকে স্বীকৃতি দেয়। হাসপাতালটি NABH মানদণ্ড মেনে চলে এবং তিন ধাপের অডিট ও সার্টিফিকেশন প্রক্রিয়ার মাধ্যমে গুণমান নিশ্চিত করে। AHPI ভারতের স্বাস্থ্যসেবার একটি অন্যতম গুরুত্বপূর্ণ সংস্থা। এই পুরস্কারের জন্য হাসপাতালগুলিকে কঠোর মানদণ্ডের ভিত্তিতে মূল্যায়ন করা হয়। নারায়ণার মূল কর্মক্ষমতা সূচক (KPI), প্রোটোকল ও গুণমান ব্যবস্থা এই পুরস্কার অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

হাসপাতালটি ২৪x৭ জরুরি পরিষেবা প্রদান করে। যেখানে প্রশিক্ষিত জরুরি চিকিৎসক, শিফট-ভিত্তিক পরিষেবা, সার্বক্ষণিক OT ও ক্যাথ ল্যাব সুবিধা রয়েছে কার্ডিয়াক ও ট্রমা জরুরি পরিস্থিতির জন্য। এটি নিউরোলজি, অর্থোপেডিকস সহ অন্যান্য বিশেষ ক্ষেত্রের জরুরি পরামর্শ প্রদান করে। যেখানে রয়েছে ১০টি জরুরি শয্যা, ২টি আইসোলেশন শয্যা এবং ২৪x৭ প্রশিক্ষিত বিশেষজ্ঞ চিকিৎসক। জরুরি ঔষধ প্রশাসন কঠোর, প্রমাণভিত্তিক প্রোটোকল অনুসারে পরিচালিত হয়। যা রোগীদের নিরাপদ ও কার্যকরী চিকিৎসা প্রদানকে নিশ্চিত করে। সম্পূর্ণ সুসজ্জিত অ্যাম্বুলেন্স, সার্বক্ষণিক জরুরি হেল্পলাইন ও প্রশিক্ষিত কর্মীদের মাধ্যমে নারায়ণা হাসপাতাল (Narayana Hospital) প্রাথমিক পর্যায় থেকে জীবন-মরণ সংকট পর্যন্ত সমস্ত জরুরি পরিষেবা প্রদান করে থাকে।

সম্প্রতি এই সম্মাননা অর্জন সম্পর্কে, বারাসাত নারায়ণা হাসপাতালের ফেসিলিটি ডিরেক্টর সুভাশীষ ভট্টাচার্য্য (Subhashish Bhattacharjee, Facility Director) বলেন, “এই স্বীকৃতি আমাদের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের অক্লান্ত পরিশ্রম এবং আমাদের কমিউনিটির অব্যাহত সমর্থনের ফলস্বরুপ। এটি আমাদের রোগীদের আস্থারও প্রতিফলন বলা যেতে পারে। জরুরি চিকিৎসার সময় ও দক্ষতা গুরুত্বপূর্ণ, তাই আমাদের লক্ষ্য সর্বোচ্চ গুণমানের পরিষেবা প্রদান করা। এই পুরস্কার আমাদের আরও অনুপ্রাণিত করবে, যাতে আমরা বারাসাত ও আশপাশের মানুষদের জন্য জীবনরক্ষাকারী পরিষেবা প্রদানে আরও উন্নতি করতে পারি।”

“এক্সেলেন্স ইন হেলথকেয়ার ২০২৫ ইভেন্ট”এ দেশের বিভিন্ন অগ্রনী স্বাস্থ্যসেবা সংস্থাও অংশগ্রহণ করে এবং ভারতের স্বাস্থ্যসেবা প্রদানের ক্ষেত্রে অসাধারণ উদ্যোগ এবং তাদের উদ্ভাবনগুলি স্বীকৃতি লাভ করে। নারায়ণা হাসপাতাল (Narayana Hospital) এই কৃতিত্ব জরুরি পরিষেবার একজন অগ্রণী স্বাস্থ্য পরিষেবা প্রদানকারী প্রতিষ্ঠান হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করেছে। যেখানে অত্যাধুনিক প্রযুক্তি ও দক্ষ চিকিৎসকদের মাধ্যমে রোগীদের দ্রুত জীবনরক্ষাকারী পরিষেবা প্রদান করা হয়।

Advertisements

Leave a Reply