বাংলা গানের অপমানে মঞ্চ থেকে গর্জে উঠলেন সঙ্গীত শিল্পী ইমন চক্রবর্তী
HnExpress নিজস্ব প্রতিনিধি, কলকাতা : “বাংলায় থেকে বাংলা গান শুনব না! অন্য কোনও জায়গা হলে না চুলের মুঠি ধরে ক্যাম্পাস থেকে বের করে দেওয়া হত।” এর আগেও একটি অনুষ্ঠানে বাংলা গান না গাওয়ার প্রস্তাব এলে তার কড়া ভাষায় জবাব দিয়ে প্রতিবাদ জানিয়ে ছিলেন গায়িকা ইমন চক্রবর্তী। তবে এ বার আরও ঝাঁঝালো ভাষায় গর্জে উঠলেন গায়িকা। গত শুক্রবার গানের একটি অনুষ্ঠানে একই আবদার ভেসে আসে শ্রোতাদের কাছ থেকে।
“বাংলা গান শুনব না, হিন্দি গান করুন!” আবদারটি গায়িকার কানে আসতেই অনুষ্ঠান মঞ্চেই ক্ষোভ উগড়ে দিলেন তিনি। চাঁচাছোলা কণ্ঠে বললেন, “জোরের সঙ্গে বলা যে, আমি বাংলা গান শুনব না- এটা অন্য কোনও জায়গা হলে চুলের মুঠি ধরে ক্যাম্পাস থেকে বার করে দিত। এই রাজ্যের নাম বাংলা। বাংলায় থাকছ। বাংলায় রোজগার করে খাচ্ছ। আর বাংলা গান শুনবে না বলছ?”
এখানেই শেষ নয়, গায়িকার আরও সংযোজন, “সব গান শোনো, মারাঠি গান, পাঞ্জাবি গান, গুজরাতি গান, ইংরাজি গান, ক্ষতি নেই। কিন্তু তুমি কে হে আমাকে বলার, যে বাংলা গান শুনব না! সাহস থাকলে মঞ্চে এসে কথাটা বলো।” ইমনের এমন প্রতিবাদে তাঁর সঙ্গে গর্জে উঠেছে অনুরাগীমহলও। তাঁর প্রতিবাদকে কুর্নিশ সহ সাধুবাদ জানিয়েছেন অনেকেই।