December 13, 2024

সংগঠনকে চাঙ্গা করতে রদবদল করল মুর্শিদাবাদ তৃণমূল ছাত্র পরিষদের জেলা ও ব্লক কমিটি

0
Img 20190710 Wa0006.jpg
Advertisements

HnExpress বাবু মন্ডল, মুর্শিদাবাদ, বহরমপুর : সংগঠনকে চাঙ্গা করতে মঙ্গলবার মুর্শিদাবাদ জেলা তৃণমূল কংগ্রেস কার্যাল্যয়ে তৃণমূল ছাত্র পরিষদের একটি বর্ধিত সভায় ব্লক টাউন ও জেলার কমিটির রদবদল করা হল। এদিন ছাত্র সভাপতি ভীষ্মদেব কর্মকার জানান। রাজ্য ছাত্র সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য ও জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি আবু তাহের খাঁনের সহমত নিয়ে সংগঠন শক্তিশালী করতে হবে।

সেই মর্মে ব্লক টাউন ও জেলা কমিটির রদবদল করা হল এদিন। তিনি আরও বলেন আজকের এই কমিটি সাজানো হয়েছে পুরানো নতুনদের নিয়ে। দক্ষ ছেলেমেয়েদের আনা হয়েছে যোগ্য জায়গায়। তাদের Activity বেশ চোখে পড়ার মতো। এদিন ২১শে জুলাই ও ২৮শে আগস্টকে নিয়েও আলোচনা হয় বেশ কয়েক ঘণ্টা ধরে।

যেকোনো রকমের খবর ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন।

Advertisements

Leave a Reply