June 15, 2025

Bigupdate উতপ্ত মুর্শিদাবাদ, জলের ট্যাংকে বিষ মেশানো হয়েছে বলে অভিযোগ

0
Advertisements

Bigupdate উতপ্ত মুর্শিদাবাদ, জলের ট্যাংকে বিষ মেশানো হয়েছে বলে অভিযোগ। শয়ে শয়ে মানুষ মুর্শিদাবাদ থেকে মালদহে পালিয়ে আসছেন প্রাণ বাঁচাতে—

HnExpress ১৫ই এপ্রিল নিজস্ব প্রতিনিধি, মালদহ ঃ সুত্রের খবর, জলে নাকি মিশিয়ে দেওয়া হচ্ছে বিষ (Poison)। আতঙ্কে এক কাপড়ে ঘরছাড়া ধুলিয়ানের অসংখ্য পরিবার। মালদহের (Malda) স্কুলে আশ্রয় নিচ্ছেন তাঁরা, এমনটাই অভিযোগ। জানা গেছে যে, সামশেরগঞ্জের ধুলিয়ান থেকে মালদার বৈষ্ণবনগরের একটি স্কুলে আশ্রয় নিয়েছেন প্রায় ৫০০ জন (অসমর্থিত সূত্র) নিরাশ্রয়া মানুষ।

যদিও প্রশাসনিক আধিকারিকরা বলছেন, এই সংখ্যাটা প্রায় ১৭০-এর কাছাকাছি। গৃহহীনদের দাবি, তাঁদের বাড়ি ভাঙচুর করে জ্বালিয়ে দেওয়া হয়েছে। শুধু তাই নয়, ট্যাংকের জলেও বিষ (Poison) মিশিয়ে দেওয়া হয়েছে। বিএসএফ (BSF) ও পুলিশের সহযোগিতায় কোনও রকমে বাড়ি ছেড়ে মালদহে পালিয়ে এসেছেন তাঁরা। নেই ঘর, নেই খাদ্য, নেই বস্ত্র, এক ভয়ংকর পরিস্থিতির শিকার।

Advertisements

Leave a Reply