June 15, 2025

ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে মুকুল-কৈলাস

0
Advertisements

HnExpress অরূপ অধিকারী, ঠাকুরনগর ঃ আগামী ৩০শে জানুয়ারি উত্তর ২৪ পরগনা জেলার গাইঘাটা থানার ঠাকুরনগর মতুয়াদের সঙ্গে সভা করতে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত সাহ। তার আগেই এদিন সোমবার দুপুরে ঠাকুরবাড়িতে এলেন বিজেপি নেতা মুকুল রায় ও কৈলাস বিজয়বর্গীয়। বনগাঁর সংসদ শান্তনু ঠাকুরের সঙ্গে এদিন বৈঠক করেন তাঁরা। গত লোকসভা নির্বাচনের আগে ঠাকুরবাড়ির যে মাঠে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সভা করেছিলেন এদিন সেই সভার মাঠ ঘুরে দেখেন মুকুল ও কৈলাশ।

এদিন সাংবাদিক বৈঠকে মুকুল রায় মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে বললেন যে, শেষ পর্যন্ত মমতা ব্যানার্জি নন্দীগ্রামে দাঁড়াবেন না! উনি নিজের কেন্দ্রে হেরে যাওয়ার ভয় কেন্দ্র পাঠাচ্ছেন। উনি যেখান থেকেই ভোটে দাঁড়ান না কেন কর্মী স্তরের মানুষের রেডি আছে মমতা ব্যানার্জির সঙ্গে ফাইট করতে। প্রার্থী হিসেবে দুই জায়গায় দাঁড়ানোর প্রসঙ্গে মুকুল রায় বলেন, উনি এক জায়গায় দাঁড়ালে হেরে যেতে পারেন, তাই আর একটি জায়গা বেছে নিচ্ছেন।

Advertisements

Leave a Reply