September 18, 2024

ডুরান্ড কাপ ফুটবলে জয়রথ ছোটাচ্ছে মোহনবাগান সুপার জায়ান্টস

0
Advertisements

HnExpress শিখা দেব, কলকাতা ঃ ডুরান্ড কাপ ফুটবলে মোহনবাগান সুপার জায়ান্টসের জয়রথ ছুটছে জোরকদমে। সোমবার কিশোর ভারতী স্টেডিয়ামে পাঞ্জাব ফুটবল ক্লাবের বিপক্ষে খেলে ২-০ গোলে জয়ের মুকুট অর্জন করলো সবুজ মেরুন ব্রিগেড। দুই দলই প্রথম থেকে আক্রমন গড়ে তুলে গোল করার চেষ্টা করে।

আর বৃষ্টি ভেজা মাঠে মোহনবাগান একটু বাড়তি সুযোগ পেয়ে যায়। যদিও বিপক্ষ আই লিগ খেতাব জয়ী পাঞ্জাব দলও বেশ ভালোই খেলেছে। তবে শক্তিশালী পাঞ্জাবের বিপক্ষে কোচ জুয়ান ফেরান্ড বেশ কৌশল ভাবে ছক তৈরি করেছিলেন।

খেলার প্রথম পর্বে মানবীর সিংয়ের শট প্রতিপক্ষ দলের এক খেলোয়াড়ের গায়ে লেগে গোলে প্রবেশ করে। আর দ্বিতীয় গোলটি আসে হুগো বৌমাসের পা থেকে। দ্বিতীয় পর্বে পাঞ্জাব দলের খেলোয়াড়রা গোল করার চেষ্টা করেও কোনও লাভ করতে পারেনি।

আগামী শনিবার ডার্বি ম্যাচের আগে এই জয় মোহনবাগান দলকে অনেকটা এগিয়ে রাখলো তা কিন্তু বলাই বাহুল্য। এদিন এই খেলা দেখতে গ্যালারিতে উপস্থিত ছিলেন ইস্ট বেঙ্গল ক্লাবের কোচ।

Advertisements

Leave a Reply