রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লিগে মোহনবাগানের জয়

HnExpress নিজস্ব প্রতিনিধি, কলকাতা ঃ রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লিগে মোহনবাগান সুপার জায়েন্টস (Mohun Bagan Super Giants) ২-০ গোলে ডায়মন্ড হারবারকে হারিয়ে দিলো। খেলার শুরু থেকেই আক্রমণ ও পাল্টা আক্রমণে খেলা বেশ জমজমাট হয়ে ওঠে। প্রথমার্ধের ৪০ মিনিটে এরকমই পাল্টা আক্রমণ থেকে মোহনবাগান এসজি গোল করে। রাইট ব্যাক রাজ বাসফোরের ডান প্রান্তিক ক্রশ থেকে সেক্টর কম হেডে মোহনবাগান এসজিকে ১-০ গোলে এগিয়ে দেয়।
বিরতির পর সেকেন্ড হাফের খেলায় একই ঘটনার পুনরাবৃত্তি ঘটে। গোল পরিশোধের জন্য ডায়মন্ড হারবার ক্লাব (Diamond Harbour Club) এই সময় একের পর এক আক্রমন হেনে মোহনবাগান এসজি বক্সে তুলে আনে। কিন্তু মোহনবাগান এসির রক্ষণের দৃঢ়তায় ডায়মন্ড হারবার কোনো গোল করতে পারেনি। দ্বিতীয়ার্ধের ৭৯ মিনিটে মোহনবাগান এসজি দ্বিতীয় গোল করে তাদের জয়ের পথ সুনিশ্চিত করে। পরিবর্তিত ফুটবলার লি ভাইপে কর্নার কিক থেকে সরাসরি অসাধারণ গোল করে দেয়।