March 21, 2025

কোচির মাঠে দুর্দান্ত ফুটবল খেললো মোহনবাগান সুপার জায়ান্ট

0
Advertisements

HnExpress শিখা দেব, কলকাতা ঃ কোচির (Kochi) মাঠে দুর্দান্ত ফুটবল খেলে মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan Super Giant) ৩-০ গোলে কেরল ব্লাস্টার্সকে গো-হারান হারিয়ে দেয়। আর এর মধ্য দিয়েই আইএসএল ফুটবলের লিগ-শিল্ড জয়ের আরো কাছাকাছি পৌঁছে গেল মোহনবাগান সুপার জায়ান্ট এটা বলাই বাহুল্য।

অস্ট্রেলিয়ার বিশ্বকাপের জেমি ম্যাকলারেনের (Jemmy McLaren) জোড়া গোলের পাশে রদ্রিগেসের গোল সবুজ-মেরুন শিবিরকে উজ্জীবিত করেছে। জেমির দশটা গোল হয়ে গেল এই টুর্নামেন্টে। আগামী ম্যাচে ওড়িশাকে (Orissa) হারাতে পারলে মোহনবাগানের ঘরে লিগ শিল্ড শোভা পাবে এমনটা আশা করাই যায়। এখন শুধু জয়ের অপেক্ষা মাত্র।

Advertisements

Leave a Reply