October 11, 2024

আবার হারলো মহমেডান স্পোর্টিং ক্লাব

0
Advertisements

 

HnExpress শিখা দেব, কলকাতা ঃ  আবার হেরে গেলো মহামেডান স্পোর্টিং ক্লাব (Mohammedan  Sporting Club)। শনিবার ঘরের মাঠে মহামেডান স্পোর্টিং ক্লাব ১-৩ গোলে হার স্বীকার করল উইনাইটেড স্পোর্টিং ক্লাবের কাছে। সাদা কালো শিবিরের এটা দ্বিতীয় হার। এর আগে কালীঘাট মিলন সংঘের কাছে হেরে গিয়েছিল। এদিন খেলার শুরু থেকে দুই দল আক্রমণ গড়ে তুলে গোল করার চেষ্টা করে। কিন্তু গোল হয়নি।

দ্বিতীয় পর্বে ইউনাইটেডের (United) ফুটবলাররা অনেক বেশি পজিটিভ ফুটবল খেলে ৪৭ মিনিটে গোল পেয়ে যায়। দারুন হেড দিয়ে গোল করেন রোমিংথাঙ্গা। সাদাকালো শিবিরের খেলোয়াড়রা সেইভাবে নিজেদের প্রকাশ করতে ব্যর্থ হোন। আবার গোল করে ইউনাইন্টেড স্পোর্টস ক্লাব (United sports club)।

এবারের গোলদাতা সুজল মুন্ডা। তারপরে অবশ্য মহমেডানের মোহিতোষ রায় গোল করে ব্যবধান কমান। সংযুক্ত সময়ে সুজল মুন্ডা আবার গোল করে (৩-১) ইউনাইটেড স্পোর্টস ক্লাবের জয়কে নিশ্চিত করেন। এদিকে অন্য খেলায় খিদিরপুর ৪-৩ গোলে সাদার্ন সমিতিকে (sardan Samiti) আর ওয়াড়ি ১-০ গোলে পাঠচক্রকে পরাস্ত করে।

 

Advertisements

Leave a Reply