February 10, 2025

জয় ফিরে পেয়ে আনন্দে উৎফুল্ল মোহামেডান স্পোর্টিং ক্লাব

0
Advertisements

HnExpress শিখা দেব, কলকাতা ঃ দাপুটে জয় ফিরে পেয়ে আনন্দে উৎফুল্ল মোহামেডান স্পোর্টিং ক্লাব। বৃহস্পতিবার কলকাতা ফুটবল লিগে ব্যারাকপুর স্টেডিয়ামে (Barrackpore stadium) মহমেডান স্পোর্টিং ক্লাব দারুন জয় তুলে নিল সাদার্ন সমিতির বিপক্ষে খেলে।

সাদা কালো শিবিরের ফুটবলাররা খেলার শুরু থেকেই দাপটের সঙ্গে খেলতে থাকেন। প্রথম পর্বে দুটো গোল পেয়ে যায় সাদা কালো ব্রিগেড। গোল করেন অভিজিৎ সরকার ও ডেভিড। দ্বিতীয় পর্বে আরও কয়েকটি সুযোগ তৈরি করেও মহমেডান আর গোল করতে পারেনি।

এদিকে আই এফ এ কোচসেস কমিটির সভায় নির্বাচিত হলেন জাতীয় জুনিয়র ও সাব জুনিয়র বাংলা দলের কোচ হলেন পার্থ সেন ও অমিত ঘোষ। মহিলা দলের কোচ হলেন মিনতি রায় ও দীপঙ্কর বিশ্বাস।

ঘোষণা করা হয়েছে, সিনিয়র বাংলা দলের জন্যে ইচ্ছুক কোচদের আবেদন করতে হবে। রাজারহাটে কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাবের পরিচালনায় সাংবাদিকদের খেলা শুরু হয় এদিন। ৪০টি দল অংশ নিয়েছে। শুক্রবার ফাইনাল খেলা।

Advertisements

Leave a Reply