December 9, 2024

ম্যাজিক ও বাইক এর মুখোমুখি সংঘর্ষে নিহত এক, আহত অনেকেই

0
Img 20190707 Wa0004.jpg
Advertisements

HnExpress বাবু মন্ডল, মুর্শিদাবাদ, ডোমকল ঃ মুর্শিদাবাদের জলঙ্গী থেকে বহরমপুর রাজ্য সড়কে বাইক ও ম্যাজিক গাড়ির সাথে মুখোমুখি সংঘর্ষে নিহত হয় একজন, এবং এই ঘটনায় আহত হয়েছেন বহু মানুষ। জলঙ্গীর ভাদুরিয়াপাড়া থেকে ডোমকল যাচ্ছিল ম্যাজিকটি এবং ডোমকল থেকে এক বাইক পথ যাত্রী আসছিল। হঠাৎই রঘুনাথপুর মোড়ের কাছে সেই বাইকের সাথে সামনা সামনি সংঘর্ষ হয়।

ফলে নিয়ন্ত্রণ হারিয়ে ম্যাজিক গাড়িটি রাস্তার ধারে নোয়নজলিতে গিয়ে পরে। ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে আসে পুলিশ। স্থানীয় মানুষদের সহযোগিতায় উদ্ধার কাজ শুরু করেন পুলিশ প্রশাসন।

যেকোনো রকমের খবর ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন।

এরপর গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ব্যাক্তিদেরকে ডোমকল মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে ওই বাইক চালকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানেই তার মৃত্যু হয় বলে সুত্রের খবর।

Advertisements

Leave a Reply