March 21, 2025

মানিকচকে টেন্ডার দুর্নীতির অভিযোগ গ্রাম পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে—

0
Advertisements


HnExpress বিশ্বজিৎ মন্ডল, মালদা ঃ টেন্ডার দুর্নীতির অভিযোগে বারবার শিরোনামে মানিকচক গ্রাম পঞ্চায়েত। বিজেপি পরিচালিত মানিকচক গ্রাম পঞ্চায়েত। মোট সদস্য সংখ্যা ১৮জন। এরই মধ্যে প্রায় ১০ জন সদস্য তৃণমূল কংগ্রেস ও নির্দল সহ অভিযোগ দায়ের করেন মানিকচক সমষ্টি আধিকারিক এর কাছে মানিকচক গ্রাম পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে। অভিযোগ আনেন গ্রাম পঞ্চায়েত প্রধান গোপন টেন্ডার করে সম্পূর্ণ টাকা আত্মসাৎ করতে চাইছেন।

উল্লেখ্য থাকে মানিকচক গ্রাম পঞ্চায়েতের তহবিলে বর্তমানে রয়েছে ২ কোটি ৩৭ লক্ষ টাকা। বিগত দুবছর ধরে কেউই কোনো উন্নয়নমূলক কাজ করতে পারেননি বলে উঠেছে অভিযোগ। অন্যদিকে এই অভিযোগের পাল্টা অভিযোগের পালাও দীর্ঘদিন ধরে চলে আসছে। অবশেষে কয়েকদিন আগে মাত্র ৬৯ লক্ষ ৫০ হাজার টাকার কাজের টেন্ডার নোটিশ প্রকাশ করেন মানিকচক গ্রাম পঞ্চায়েত।



আর এতেই রীতিমতো ক্ষোভে ফেটে পড়েন মানিকচক গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেস ও নির্দল সদস্যরা। তাদের দাবি এত টাকা ফান্ডে থাকা সত্ত্বেও মাত্র ৬৯ লাখ টাকার টেন্ডার কেন করা হচ্ছে? তাদের দাবি বাকি টাকা গোপন টেন্ডারের মাধ্যমে আত্মসাতের উদ্দেশ্যেই এমনটা করেছেন মানিকচক পঞ্চায়েত প্রধান।

Advertisements

Leave a Reply