December 11, 2024

দলের নেতা-কর্মীদের জয় হিন্দ ও জয় বাংলা বলার নির্দেশ দিয়েছেন তৃণমূল নেত্রী

0
Img 20190608 Wa0080.jpg
Advertisements

HnExpress জয় গুহ, কলকাতা ঃ জোর কদমে সেই মতো প্রচারে নেমে পড়েছে। ‘জয় শ্রী রাম’ বিতর্কে পাল্টা উত্তর দিতে ‘জয় বাংলা’ লাইন নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এমন স্লোগানের লড়াইয়ে দুই দলকে কাঠগড়ায় তুললেন সিপিএম নেতা মহম্মদ সেলিম। তাঁর কথায়, পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে জয় বাংলা বলেছিলেন মুজিবর রহমান। সেটাই নকল করছেন মমতা।

If U like publish any type of Advertisements, Plz contact Us.

এদিকে মমতা জানান, জয় শ্রীরাম বাংলার সংস্কৃতি নয়। আর বিজেপির স্লোগান তিনি বলবেন না। এরপরই পাল্টা জয় বাংলা, জয় হিন্দ স্লোগানের প্রচার শুরু করেন মমতা। তৃণমূলও সামাজিক যোগাযোগ মাধ্যমে জোরকদমে জয় বাংলা বলে নেমে পড়েছে। দিলীপ ঘোষ অবশ্য স্পষ্ট জানিয়ে দিয়েছেন, জয় হিন্দ বা জয় বাংলা বলতে বিজেপির কোনো আপত্তি নেই।

তবে জয় বাংলা ও জয় শ্রী রাম নিয়ে দুই দলের লড়াইয়ে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমে রায়গঞ্জের সিপিএম প্রার্থী মহম্মদ সেলিমের প্রতিক্রিয়া দিয়েছেন, আগে বাংলা যা ভাবত, ভারত ভাবত পরে। জয় শ্রীরাম গোটা দেশ দেখে নিয়েছে। এবার আসছে বাংলায়। নয়ের দশকে রাম মন্দির আন্দোলনেই জয় শ্রীরাম ধ্বনি উঠেছিল।

For further details or any queries Plz contact Us

আগে বাংলা কাউকে নকল করত না। জয় হিন্দ স্লোগানও আজাদ হিন্দ ফৌজের। তা অবশ্য স্বঘোষিত জাতীয়তাবাদীরা বলেন না। জয় বাংলা পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের স্লোগান। মুজিবর রহমান দিয়েছিলেন। এরা আসলে নকল করতেই অভ্যস্ত। নিমতায় মৃত দলীয় নেতার পরিবারকে দেখতে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেন, জয় বাংলা স্লোগান দিয়েছিলেন নজরুল। এটা ভাষার সঙ্গে সম্পর্কিত। বাংলাদেশও স্লোগান দিয়েছিল।

Advertisements

Leave a Reply