বহু কষ্টের জয় পেলো মহামেডান স্পোর্টিং ক্লাব
HnExpress শিখা দেব, কলকাতা ঃ কোনও ক্রমে জয় এলো সাদা কালোর শিবিরে। রবিবার ঘরের মাঠেই মহামেডান স্পোর্টিং ক্লাব পিছিয়ে থেকেও ২-১ গোলে জয় ছিনিয়ে নিল পিয়ারলেসকে হারিয়ে। এদিন খেলার মাঠে বেশ হাড্ডাহাড্ডি লড়াই দেখতে পাওয়া গেলো।
গত ম্যাচে মহামেডান ডায়মন্ড হারবার ফুটবল ক্লাবের কাছে গো-হারান হেরে গিয়েছিল। তাই সাদা কালো শিবিরের কাছে মর্যাদার লড়াই ছিল। খেলার শুরু থেকেই দুই দল আক্রমণ প্রতি আক্রমণ মধ্যে খেলতে থাকে। তারই মাঝে গোল করে এগিয়ে যায় পিয়ারলেস।
তবে কিছুক্ষণের মধ্যেই মহামেডান গোল পরিশোধ করে খেলায় সমতা ফিরিয়ে আনে। দ্বিতীয় পর্বে কোনও দলই আর একচুলও জায়গা ছাড়তে রাজি নয়। সুযোগ পেয়েও গোল করতে পারেনি।
খেলার ঠিক শেষ মুহূর্তে মহামেডান স্পোর্টিং ক্লাব গোল করে জয়ের হাসি হাসে। অন্যদিকে, বিরতির সময়ে আই এফ এ সচিব অনির্বাণ দত্তের হাতে অতি আধুনিক অ্যাম্বুলেন্সের চাবি তুলে দেন মহানাগরিক ফিরহাদ হাকিম।