April 26, 2025

২১শের বিধানসভা নির্বাচন উপলক্ষে নিজের প্রচারে দেওয়াল লিখলেন মধ্যমগ্রামের বিধায়ক রথীন ঘোষ—

0
Advertisements

HnExpress প্রিয়দর্শী সাধুখাঁ ও রাজু দাস, মধ্যমগ্রাম ঃ রথীন ঘােষ হলেন একজন ভারতীয় রাজনীতিবিদ, যিনি বহু বছর যাবৎ সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস রাজনৈতিক দল এর সাথে যুক্ত। ২০১১ সাল থেকে তিনি রাজ্য বিধানসভার অন্তর্গত মধ্যমগ্রাম বিধানসভা কেন্দ্র এর বিধায়ক হিসেবে দায়িত্ব পালন করে চলেছেন। সমস্ত রাজনৈতিক সভাতেই মমতা বন্দ্যোপাধ্যায়কে সম্মানের সাথে উপস্থাপন করে থাকেন তিনি।

তাঁর আর্দশেই অনুপ্রাণিত হয়ে ২১ এর ভোটে বাংলার অশুভ শক্তিকে প্রতিরোধ করতে তিনি বিভিন্ন সভায় আমজনতাকে মনে করিয়ে দেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের মহানুভবতার কথা। তিনি বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এমন একজন ব্যক্তিত্ব যিনি হিন্দু সমাজের পাশাপাশি সর্বদা মুসলিম সমাজকেও সমান গুরুত্ব দিয়ে এসেছেন। এমনকি বাবরি মসজিদ যখন ধ্বংস করা হয়েছিল তখনও তার প্রতিবাদে সরব হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

শুক্রবার সাংবাদিক সন্মেলন করে দলের প্রার্থী তালিকা ঘোষনা করেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ সেই হেতুতে মধ্যমগ্রাম বিধানসভা কেন্দ্রর প্রার্থী রথীন ঘোষ নিজের হাতেই দেওয়াল লিখলেন ভোট প্রচারের স্বার্থে। দেওয়াল লিখন উপলক্ষে মধ্যমগ্রাম বিধানসভার প্রার্থী রথীন ঘোষ বলেন, সব থেকে বড় হলো কাজের প্রতি সততা। আর আমাদের দলনেত্রী ১০ বছর থাকার পরেও আমাকে পুনরায় প্রার্থী হিসেবে নির্বাচিত করেছেন। কারণ তিনি আমার উপর আস্থা রেখেছেন।

আমিও চাই আমার নেত্রীর আশা সফল করতে। সমগ্র মধ্যমগ্রামবাসী আমাদের দল নেত্রীর সাথে ও আমার সাথে আছে। আমাদের দলের প্রতি সবার ভালোবাসা আছে, সেই ভালোবাসায় আমাদের দল পুনরায় নির্বাচিত হবে। সামনেই বিধানসভা নির্বাচন। বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে নিজেকে সুস্থ রাখতে তিনি কোভিড টিকাও নেন বলে জানা গেছে। কারন ভোটের কাজ এর জন্য সোশ্যাল ডিসটেন্স মানা যায় না। টিকা নেবার ফলে কোভিড ভীতি অনেকটাই কম থাকবে।

Advertisements

Leave a Reply