BigUpDate বিস্ফোরক বক্তব্যের পরই ক্ষমাপ্রার্থী হয়ে মমতাকে খোলা চিঠি মদনের—

HnExpress নিজস্ব প্রতিনিধি, কলকাতা : সম্প্রতি আইপ্যাকের (I-PAC) বিরুদ্ধে তোলাবাজি এবং প্রায় ১১ কোটি টাকার বিনিময়ে ভোটের টিকিট বিক্রির অভিযোগ তুলে ছিলেন তৃণমূল বিধায়ক মদন মিত্র! এদিন সেই I-PAC তোলাবাজ মন্তব্যটি ‘ব্যক্তিগত’ ও ‘অনিচ্ছাকৃত’ বলে চিঠিতে লিখে দলের কাছে নিজের কৃতকর্মের জন্য ক্ষমাপ্রার্থনা করলেন অনুতপ্ত মদন। যদিও তিনিই বলেছিলেন যে “প্যাক প্যাক আসার পরেই তৃণমূলে পাঁক এসেছে”।
রইল সেই খোলা চিঠির প্রত্যয় কপি। এছাড়াও TMC-র রাজ্য সভাপতি সুব্রত বক্সির কাছেও চিঠি পাঠান তিনি। এই ধরনের বিতর্কিত মন্তব্যের জেড়ে দল যে তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে পারে, এমনটা আশংকা করেই পুরো ১০০ ডিগ্রী এঙ্গেলে ঘুরে গিয়েছেন মদন মিত্র (Madan Mitra), কিন্তু আদতে তিনি সত্যি কথাটাই বলে ফেলেছেন এমনটাই মতামত বিরোধী দলগুলির। এ বিষয় মন্ত্রী ফিরহাদ হাকিমকে জিজ্ঞেস করা হলে তিনি বলেন যে, ‘আমার যা বলার দলকে বলব, দল বিরোধী কোনো কথা আমি প্রকাশ্যে বলতে চাই না’।