December 11, 2024

জঞ্জালেই জীবনযাপন হাওড়ার বাগনানে

0
Img 20200925 Wa0003.jpg
Advertisements

HnExpress ২৫শে সেপ্টেম্বর, বাপ্পাদিত্য ঘোষাল, হাওড়া ঃ হাওড়ার বাগনানে যত্রতত্র জমছে জঞ্জালের পাহাড়। এ নিয়ে স্থানীয়দের অভিযোগ, নেই পঞ্চায়েতের ভ্যাট বা বর্জ্য ফেলার মত কোনো নির্দিষ্ট জায়গা। বাগনান থানার সামনেই পানীয় জলের কল, আর তার চারপাশেও আগাছা জঞ্জাল ভরা।

এলাকাবাসীর অভিযোগ, দিনের পর দিন ধরে পরে থাকা পঁচা আবর্জনার দুর্গন্ধের নাজেহাল অবস্থা বাগনানবাসীর। পঁচা গন্ধের চোটে নাকে রুমাল চাপা দিয়ে যাতায়াত করতে বা কলে জল নিতে যেতে হয়। অথচ কলের পাশেই রয়েছে অন্যান্য বহু অফিস-কাছারি।

কিন্তু প্রশাসন নিয়মিত সাফ সাফাই না করায় এলাকাবাসীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হচ্ছে। কারণ, এলাকার ব্যবসায়ী থেকে শুরু করে ব্যাংক, অফিস-কাছারি ও থানায় আসা লোকজন প্রায় সকলেই এই কল থেকেই জল নেয়। ফলে নিয়মিত সাফ না করার জন্যই এই দুরাবস্থা বলে অভিযোগ করছেন এলাকার বাসিন্দারা।

Advertisements

Leave a Reply