শীতের মধ্যেই বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা
HnExpress প্রিয়দর্শী সাধুখাঁ, কলকাতা ঃ রামচন্দ্রের অকাল বোধনের মতোই এবার অকাল বৃষ্টি। বিছানায় শরীর গরম রাখতে একের অধিক কম্বল, বালাপোশ ও লেপের সংখ্যা বাড়ছে কিন্তু সেই ভাবে মোটেই কমছে না বৃষ্টির প্রকৃতি। পিঠে পুলির উৎসব শেষ, মাঘের শেষার্ধে ধীরে ধীরে বিদায়ী শীত। কিন্তু বাধ সাধলো আবারও বৃষ্টি উপস্থিত হওয়ায়। আবহাওয়া দপ্তরের মতে ২৪ ঘণ্টায় সামান্য বেড়েছে সর্বনিম্ন তাপমাত্রা।
আবহাওয়া অফিস সুত্রের খবর, আগামী তিন দিনে দক্ষিণবঙ্গের রাতের তাপমাত্রা তিন থেকে চার ডিগ্রি বাড়বে। পূবালি হাওয়ার এই সংঘাতে বুধবার থেকেই হালকা বৃষ্টি শুরু হয়ে যাবে পশ্চিমের জেলাগুলিতে। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এই চার জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পরিমাণ বাড়বে পরের দিন। বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে।
কয়েকটি জেলায় মাঝারি বৃষ্টিও হতে পারে। তবে এটাই সুখবর যে, আগামী শুক্রবার থেকে ধীরে ধীরে আকাশ পরিষ্কার হবে। এবং অন্যদিকে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং সহ বেশ কয়েকটি জেলায় আগামী তিন দিন হালকা বৃষ্টি হবে বলে জানিয়েছে হাওয়া অফিস। মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম।
আগামী ২৪ ঘণ্টায় শহরের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকবে যথাক্রমে ২৫ ও ১৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ পরিষ্কার থাকলেও কিন্তু সকালের দিকে কুয়াশা কিংবা ধোঁয়াশা হতে পারে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৪ ও ১৫ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।