সুর ছেড়ে, গানের ওপারে ‘গান দেবু’

HnExpress দেবনাথ চক্রবর্তী, কলকাতা : ‘সব তারা নিভে গেলে জেগে থাকে অন্ধকার / তবুও পৃথিবীর বুকে জোনাক জ্বলে, হাওয়া বয়….’ পৃথিবীর বুকে জোনাক জ্বালাতে আবার ‘গান দেবু’ এলো ফিরে। এভাবেই আসবে রোজ সকলের সঙ্গে আড্ডা দিতে। গতকাল যেমন বন্ধু-শিক্ষকদের সঙ্গে আড্ডা দিলো আকাদেমি অব ফাইন আর্টসের কনফারেন্স কক্ষে।
দেবুর ইউনিভার্সিটির বন্ধু-শিক্ষক-স্বজনদের সমবেত উপস্থিতি প্রমাণ করলো দেবু আছে, দেবু ছিল, দেবু থাকবে এই ভুবনেই। স্মরণে বরণে আম্রপালী, শুভাশিস, শান্ত, ‘পান দেবু’ এছাড়াও অসংখ্য গুণমুগ্ধ ছাত্র-ছাত্রীরা। এই স্মরণীয় মুহূর্তে উপস্থিত ছিলেন এইচ.এন. এক্সপ্রেস ডিজিটাল মিডিয়ার পক্ষ থেকে কবি-সাংবাদিক দেবনাথ চক্রবর্তী সহ অন্যান্য সংবাদ প্রতিনিধিরাও।
এছাড়া কথায় কবিতায় ‘গান দেবু’কে স্মরণ করলেন রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য বিশিষ্ট শিক্ষাবিদ পবিত্র সরকার, বিশিষ্ট অভিনেতা-নির্দেশক বিমল চক্রবর্তী, অভিনেত্রী-নির্দেশক সীমা মুখোপাধ্যায়, অভিনেতা দেবাশিস রায়চৌধুরী, সুদেষ্ণা গাঙ্গুলী, অভিনেতা দেবাশিস বসু, চিত্র পরিচালক দেবীদাস ভট্টচার্য সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ।
যেকোনো রকমের খবর ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন।
ফুল আর মালায় আবৃত প্রতিকৃতি থেকে যেন বেরিয়ে এসে দেবু বলছে ‘এই আছি আম এখানেই…..’। সারা বাংলা যাঁকে চেনে ‘গান দেবু’ বলেই। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র, পরবর্তীতে অধ্যাপক মধ্যমগ্রামের গর্ব বিরল প্রতিভাধর ড. দেবব্রত চক্রবর্তী।
দেখানো হলো দেবুর নাটক ও দূরদর্শনের কিছু অভিনয়ের আলোকচিত্র। অনুপস্থিত থেকেও যেন সেদিন স্মৃতিচারণে উপস্থিত ছিলেন অধ্যাপক অশোক মুখোপাধ্যায়, অধ্যাপক ড. দেবাশিস হালদার এবং নাট্য ও চিত্রনাট্যকার অশোক বসু। সাথে শোনানো হলো দেবুর গানও।
এদিন ভাবগম্ভীর এই অনুষ্ঠানে একটা টান টান উত্তেজনা অনুভব করছিলেন সবাই। দেবুর স্মরণে প্রতিবছর একটি গ্রন্থ, স্মারক বক্তৃতা ও নবীন নাট্যকর্মীদের উল্লেখযোগ্য কাজের জন্য পুরষ্কার প্রদানের পরিকল্পনা নেওয়া হয় এদিন।