February 15, 2025

আনোয়ারকে লাল হলুদ জার্সি তুলে দিলেন লিয়েন্ডার পেজ

0
Advertisements

HnExpress শিখা দেব, কলকাতা ঃ এদিন আনোয়ারকে লাল হলুদ জার্সি তুলে দিলেন লিয়েন্ডার পেজ (Leander Page)। ইস্টবেঙ্গলের ক্লাবের ক্রীড়া দিবসে সবচেয়ে বড় চমক ছিল অলিম্পিয়ান লিয়েন্ডার পেজের হাত দিয়ে ফুটবলার আনোয়ার আলিকে লাল হলুদ জার্সি (Red Yellow Jersey) তুলে দেওয়ার সেই দৃশ্য। তখন ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র উল্লাসে মেতে উঠে ছিলো।

মঙ্গলবার প্রয়াত সচিব পলটু দাসের ৮৫তম জন্ম দিবস পালন করা হয় ক্লাবের পক্ষ থেকে। এই অনুষ্ঠানে সেরা খেলোয়াড়দের পাশে প্রাক্তন সভাপতি ও সচিবকেও সম্মান জানানো হয়। এদিকে ডুরান্ড কাপ (Durando Cup) ফুটবলের নিয়ম রক্ষা ম্যাচে মহমেডান স্পোর্টিং ক্লাব এক গোলে হারালো ইন্ডিয়ান নেভিকে। তবে তার আগেই ছিটকে গেছে সাদা কালো শিবির।

Advertisements

Leave a Reply